বৃহস্পতিবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দুটি কারণেই জনসভার স্থান আলিপুরদুয়ার

Published : May 22, 2025, 04:46 PM IST

PM Modi's Bengal Visit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বঙ্গ সফরে। আগামী ২৯ মে, বৃহস্পতিবার। জনসভা করবেন আলিপুরদুয়ারে। দুটি কারণেই বেছেছেন সীমান্তবর্তী স্থান। 

PREV
111
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বঙ্গ সফরে। আগামী ২৯ মে, বৃহস্পতিবার।

211
জনসভা আলিপুরদুয়ারে

জনসভা করবেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে।

311
প্রস্তুতি

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি প্রায় সারা। বৃহস্পতিবার সভাস্থল ঘুরে দেখেন রাজ্যে বিজেপির নেতারা।

411
হাতে মাত্র এক সপ্তাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার বাকি রয়েছে আর মাত্র এক সপ্তাহ। আগামী সপ্তাহের বৃহস্পতিবারই জনসভা করবেন নরেন্দ্র মোদী।

511
কেন আলিপুরদুয়ার

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য হল কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে জনসভা করবেন? কেন বেছে নিলেন সীমান্তবর্তী এই স্থান? উত্তর দিয়েছেন বিজেপির এক নেতা।

611
বিজেপি নেতার কথা

বিজেপি নেতা তথা বিধায়ক দীপক বর্মন জানিয়েছেন, 'আলিপুরদুয়ারের একদিকে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য। আর সেই কারণেই চিকেনস নেক গুরুত্বপূর্ণ।' তিনি আরও বলেছেন, আলিপুরদুয়ার উত্তরৃপূর্ব ভারতের প্রবেশপথ। আর সেই কারণে এই এলাকাটি আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ।

711
বায়ুসেনার ঘাঁটি

অন্যদিকে আলিপুরদুয়ারের হাসিমারায় রয়েছে বায়ু সেনার ঘাঁটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্যারেড গ্রাউন্ডে সভা করবেন তার কাছেই বায়ু সেনার ঘাঁটি। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বায়ু সেনা। আর সেই করণেই প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলায় সভা করার জন্য আলিপুরদুয়ার বেছে নিয়েছেন।

811
অপারেশন সিঁদুর হাতিয়ার

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিজেপি এই রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল। শাসক দল তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে মরিয়া। আর সেই কারণেই অপারেশন সিঁদুরের সাফল্যকে হাতিয়ার করে দেশপ্রেম জাগিয়ে তুলতে চাইছে বিজেপি। আর সেই কারণে সীমান্তবর্তী এলাকায় প্রথম সভা করতে চলেছেন মোদী।

911
মমতার উত্তরবঙ্গ সফর

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিন দিনের ঠাসা কর্মসূচি ছিল।

1011
মমতার পরই মোদী

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফরের পরই বঙ্গ সফরে আসছেন মোদী। তাঁরও গন্তব্যে উত্তরবঙ্গ।

1111
বিজেপির একাংশের দাবি

বিজেপির একাংশের দাবি উত্তরবঙ্গ থেকেই ভোট প্রচার শুরু করতে চলেছেন মোদী।

Read more Photos on
click me!

Recommended Stories