প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার বাকি রয়েছে আর মাত্র এক সপ্তাহ। আগামী সপ্তাহের বৃহস্পতিবারই জনসভা করবেন নরেন্দ্র মোদী।
511
কেন আলিপুরদুয়ার
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য হল কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে জনসভা করবেন? কেন বেছে নিলেন সীমান্তবর্তী এই স্থান? উত্তর দিয়েছেন বিজেপির এক নেতা।
611
বিজেপি নেতার কথা
বিজেপি নেতা তথা বিধায়ক দীপক বর্মন জানিয়েছেন, 'আলিপুরদুয়ারের একদিকে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য। আর সেই কারণেই চিকেনস নেক গুরুত্বপূর্ণ।' তিনি আরও বলেছেন, আলিপুরদুয়ার উত্তরৃপূর্ব ভারতের প্রবেশপথ। আর সেই কারণে এই এলাকাটি আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ।
711
বায়ুসেনার ঘাঁটি
অন্যদিকে আলিপুরদুয়ারের হাসিমারায় রয়েছে বায়ু সেনার ঘাঁটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্যারেড গ্রাউন্ডে সভা করবেন তার কাছেই বায়ু সেনার ঘাঁটি। অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বায়ু সেনা। আর সেই করণেই প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলায় সভা করার জন্য আলিপুরদুয়ার বেছে নিয়েছেন।
811
অপারেশন সিঁদুর হাতিয়ার
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিজেপি এই রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল। শাসক দল তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে মরিয়া। আর সেই কারণেই অপারেশন সিঁদুরের সাফল্যকে হাতিয়ার করে দেশপ্রেম জাগিয়ে তুলতে চাইছে বিজেপি। আর সেই কারণে সীমান্তবর্তী এলাকায় প্রথম সভা করতে চলেছেন মোদী।
911
মমতার উত্তরবঙ্গ সফর
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিন দিনের ঠাসা কর্মসূচি ছিল।