- Home
- India News
- বন্দে ভারতের গতিবেগ নিয়ে অবাক করা তথ্য, রইল দেশের সবথেকে দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারতের গতিবেগ নিয়ে অবাক করা তথ্য, রইল দেশের সবথেকে দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস
Vande Bharat Speed:দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হল বন্দে ভারত। বর্তমানে দেশের একাধিক রুটে চলে এই ট্রেন। কিন্তু সম্প্রতি তথ্যের অধিকার আইনে এই ট্রেনের গতি নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য।

বন্দে ভারত
দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হল বন্দে ভারত। বর্তমানে দেশের একাধিক রুটে চলে এই ট্রেন।
চালু হচ্ছে স্লিপার ক্লাস
বন্দে ভারত বর্তমানে চেয়ারকার হিসেবেই দেশের একাধিক রুটে চলছে। আগামী দিন স্লিপারক্লাস ট্রেন চালু হবে। প্রস্তুতি চলছে জোরদার।
মোদী সরকারের দাবি
রীতিমত ঢাঁকঢোল পিটিয়েই দেশে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছিল মোদী সরকার। পরবর্তীকালেও বন্দে ভারত ট্রেন নিয়ে একাধিক দাবি করেছে মোদী সরকার। নরেন্দ্র মোদী বন্দে ভারত নিয়েও ভারতবাসীকে একাধিক স্বপ্ন দেখিয়েছেন।
খাতায় কলমে বন্দে ভারতের গতি
খাতায় কলমে বন্দে ভারতের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। কিন্তু পরিসংখ্যান বলছে এত দ্রুত চলে না এই ট্রেন।
পরিসংখ্যান অনুযায়ী গতি
পরিসংখ্যান বলছে দেশের কোন রুটেই বন্দে ভারত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলে না। বরঞ্চ তার থেকে অনেক কম গতিতেই চলে।
বর্তমানে গতি
পরিসংখ্যান অনুযায়ী বন্দে ভারতের গতি ঘণ্টায় ৯৪.৯২ কিলোমিটার। বারাণসী-নিউ দিল্লি রুটে এই গতিতে চলে ট্রেন। তবে কোনও কোনও রুটে এই গতির থেকে অনেক কম গতিতে চলে বন্দে ভারত এক্সপ্রেস।
বাংলায় গতি
বাংলার একাধিক রুটে বন্দে ভারতের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের থেকে অনেক কম বলেও দাবি করা হয়েছে পরিসংখ্যানে। বাংলায় বন্দে ভারতের গড় গতিবেগ ঘণ্টায় ৮১ কিলোমিটার।
আরও কম গতিতে চলে
বাংলায় বন্দে ভারতের গত গতিবেগ কয়েকটি রুটে গড় গতিবেগের তুলনায় কম। বাংলায় একধিক রুটে বন্দে ভারত ট্রেন চলে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে।
আরটিআই
সম্প্রতি আরটিআই আইনের অধীনে করা একটি প্রশ্নের জবাবে দেশে আপ-ডাউন মিলিয়ে দেশের ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে। তথ্যের অধিকার আইনে এক্সপ্রেসের ট্রেনের গড় গতি সংক্রান্ত তথ্য সমানে এসেছে।
কেন্দ্রীয় সরকারের ঘোষণা
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার গতিতে চলতে পারে বলে একাধিকবার ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু বাস্তবে তা হচ্ছে বলেও দাবি করছে আরটিআই-এর তথ্য।
সবথেকে দ্রুতগতির বন্দে ভারত
আরটিআই তথ্য অনুযায়ী সবথেকে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন চলে বারাণসী - নিউদিল্লি রুটে। গতিবেগ ঘণ্টায় ৯৮.৯২ কিলোমিটর।
সবথেকে কম গতির বন্দে ভারত
সবথেকে কম গতির বন্দে ভারত চলে কোয়েম্বাটোর-বেঙ্গলুরু ক্যান্টনমেন্ট রুটে। ঘণ্টায় ৫৮.১১ কিলোমিটার।
বাংলায় বন্দে ভারত
বাংলায় ৯টি রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস।
গতিবেগ
একমাত্র পাটনা-হাওড়া এবং হাওড়া-গয়া বন্দে ভারত গড়ে যথাক্রমে ঘণ্টায় ৮০.৬৫ কিলোমিটার এবং ৮০.৪৮ কিলোমিটার
বাকি ট্রেনের গতি
হাওড়া-রাউরকেল্লা, হাওড়া-রাঁচি, এনজেপি-গুয়াহাটি, এনজেপি-পাটনা, হাওড়া-এনজেপি, হাওড়া-ভাগলপুর এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি ঘণ্টায় ৭৭ কিলোমিটারের বেশি হয়নি।

