
West Bengal News: ফের অনুপ্রবেশের অভিযোগ। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশে চাঞ্চল্য। জীবনতলা থানার ঘুঁটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ ইয়াসিন মিয়া। সে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। অভিযোগ, তিনি দীর্ঘ প্রায় দু'বছর ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ঘুঁটিয়ারি শরীফের দেওয়ান পাড়ায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈধ কোনও নথিপত্র দেখাতে না পারায় অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবক ২ বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গা ঢাকা দিয়ে বসবাস করছিল। বর্তমানে তাকে হেফাজতে রেখে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে সে ভারতে এসেছিল এবং তার সঙ্গে কোনও চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, মঙ্গলবারই বিধানসভায় রাজস্থানে বাংলাদেশি বলে আটকে রাখা এ রাজ্যের ইটাহারের বাসিন্দাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে ? বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করেছি না কি আমরা ? তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ। ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। গত সপ্তাহেই আমরা এই ধরনের কিছু ঘটনা দেখেছি। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে।''
তিনি আরও বলেন, ‘’এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধহয় এই বিষয়গুলি জানেন না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সকলেই এই ভাষায় কথা বলতেন। তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলী ভাষায় কথা বলেন, অনেকে নেপালি ভাষায় কথা বলেন> তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে ? বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে ? আমি এই বিষয়টি নিয়ে বাংলাদেশ উপ হাই কমিশনারের সঙ্গে দেখা করেছি। কিন্তু তাদের কাছে আগে জেনেছি তারা আমার দেশের বিদেশ মন্ত্রককে জানিয়ে দেখা করতে এসেছিলো কিনা।''
এদিকে ফের উঠল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি আবাস যোজনার ঘরে মানুষ থাকেন না কেউ! চলছে কন্ট্রাক্টরির রমরমা ব্যবসা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা শান্তিপুর পৌরসভার পৌর কর্মীর বিরুদ্ধে। ঘটনায় শাসকদলকে তোপ বিজেপি সাংসদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।