TMC Awas Yoyona: নিজের দালান বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় ফের ঘর, গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Published : Jun 25, 2025, 06:18 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nadia: শান্তিপুরে বেনজির ঘটনা। আবাস যোজনার ঘর নিয়ে ব্যক্তিগত কাজে গোডাউন ভাড়া দেওয়ার অভিযোগ। কার বিরুদ্ধে উঠল এই অভিযোগ? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

West Bengal News: সরকারি আবাস যোজনার ঘরে মানুষ থাকেন না কেউ! চলছে কন্ট্রাক্টরির রমরমা ব্যবসা। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা শান্তিপুর পৌরসভার পৌর কর্মীর বিরুদ্ধে। ঘটনায় শাসকদলকে তোপ বিজেপি সাংসদের।

বাড়ি ঘর যতই থাক শাসক দলের কর্মকর্তা হিসাবেই হোক কিংবা পৌর কর্মচারী! ভাগ নেওয়াটাই যেন অধিকার । আর তাইতো সরকারি আবাস যোজনার ঘরে মানুষ থাকার লোক না থাকলেও গোডাউন ভাড়ার মোটা টাকা আসছে প্রতি মাসেই। অভিযোগ, অথচ একই ওয়ার্ডে কত মানুষ এখনও পর্যন্ত রয়েছেন সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত।

বেনজির এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার শান্তিপুর সুত্রাগড় কুড়ি নম্বর ওয়ার্ডের বিসি রায় রোড সংলগ্ন এলাকায়। অভিযোগ সেখানকার বাসিন্দা রাজু ঘোষ দীর্ঘদিন ধরেই কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। পৌর কর্মচারী হিসেবে কাজ করেন শান্তিপুর পৌরসভায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসি রায় রোড রাস্তার পাশে পড়ে থাকা জমিতে ২০১৮ সালে সরকারি আবাস যোজনা তালিকায় নিজের নাম পাকাপাকিভাবে অন্তর্ভুক্ত করিয়ে নেন তিনি। কিন্তু নিজেদের দু দুটো বাড়ি ছেড়ে সরকারি এই আবাস যোজনায় থাকার কোনও প্রশ্নই ওঠে না, তাই পৌরসভারই এক ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত ইমারতি ব্যবসার জিনিসপত্র রেখে ভাড়া বাবদ পেয়ে থাকেন মোটা টাকা। এমনটাই জানা গিয়েছে এলাকা সূত্রে।

শাসক দল হোক কিংবা বিরোধী অথবা সাধারণ নাগরিকদের গুঞ্জন এই নিয়েই! তারা প্রশ্ন তুলেছেন ওয়ার্ডেই কত প্রান্তিক পরিবার রয়েছে যাদের মাথার উপর এখনো ছাদ জোটেনি, দিনের পর দিন তারা আবাস পেতে ঘুরে বেড়াচ্ছেন সরকারি এ দফতর থেকে ওই দফতর। অথচ যাদের প্রয়োজন নেই সেই সমস্ত বৃত্তবান মানুষজন শুধুমাত্র দলের প্রভাব খাটিয়ে কিংবা পৌরসভার চাকরির সুবাদে এভাবে যদি সরকারি আবাস নিয়ে ব্যবসায়িক কাজে ভাড়া দেন তাহলে সমাজের কাছে কোন বার্তা পৌঁছায়! রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নয় কি!

আর এই নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরুদ্ধে দল বিজেপি সাংসদ । যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর শান্তিপুর পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের মেম্বার শুভজিৎ দে জানান, বিষয়টি তার সময়কালে নয়। তবে অবশ্যই নিন্দনীয়। অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, অভিযোগ জমা পরলে বিষয়টি খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে অভিযুক্ত পৌর কর্মচারী এবং এলাকার তৃণমূল নেতৃত্ব রাজু ঘোষ অবশ্য তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন। বলেন, ‘’পুরসভার সামান্য বেতনে কাজ করেন সেক্ষেত্রে পরিবারের খরচ যোগতে সামান্য অর্থ উপার্জন হয় পড়ে থাকা এই ঘর থেকে সিমেন্ট রাখার ব্যবসা করা অন্যায় কোথায়! তবে ভাড়া দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?