লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ, গ্রেফতার মহিলা-সহ ৭ - বাজেয়াপ্ত ৪টি গাড়ি

Published : Mar 10, 2025, 11:09 PM IST
police reached at mid night

সংক্ষিপ্ত

বিপুল পরিমাণ গাঁজা (Ganja)সহ সাত জনকে গ্রেফতার করলো হুগলির (Hooghly) পান্ডুয়া (Pandua)থানার পুলিশ (Police)। গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ নগদ টাকা। 

Ganja recovered: বিপুল পরিমাণ গাঁজা (Ganja)সহ সাত জনকে গ্রেফতার করলো হুগলির (Hooghly) পান্ডুয়া (Pandua)থানার পুলিশ (Police)। গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ নগদ টাকা। চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়ার দু'নম্বর মন্ডলাই এলাকায় অভিযান চালায় সেখানে ছোট লাল শাহ নামে এক ব্যক্তির গোডাউনে চলছিল গাঁজার কারবার। পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় ১০৩ কেজি গাঁজা সহ ৭ জনকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন মহিলা রয়েছে । এবং গাড়ি থেকে প্রায় ২ লক্ষ্য ৯৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে পুলিশ । চারটে চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়া কানলা ১৩ নম্বর রোডের পাশে রয়েছে ছোট লাল সাউ এর বিরাট গোডাউন। উপরে বেশ কিছু দোকান করা হয়েছে । সেগুলি ভাড়া রয়েছে এবং নিচে রয়েছে বিরাট গোডাউন তার নিচে চলছিল রমরমা গাঁজার কারবার। আজ পুলিশ সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করে ।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনাহা মহাপাত্র জানান, উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছিল চারচাকা গাড়ি করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায়। গাড়িতে থাকা চালকসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ১০৩ কেজি গাঁজা লক্ষাধিক টাকা ও চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গোডাউনের ভেতরে থাকা গাড়ি থেকেই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। সম্ভবত উড়িষ্যা থেকেই এই গাঁজা এসেছিল। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উড়িষ্যারও বাসিন্দা রয়েছে। আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে।

ঘটনাস্থলে আসে পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস, মগরা থানার আইসি, পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাস , সিআই মগরা সৌমেন বিশ্বাস ঘটনার স্থলে হাজির হয় ।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। আগামীকাল অভিযুক্তদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ