
এক দুই দিন বা মাস নয়, ২২ বছর আগেই বেআইনে ভাবে এই দেশে এসেছিল। প্যান কার্ড আধার কার্ড এমনকি ভোটার কার্ডও রয়েছে। তেমনই এক অনুপ্রবেশকারীকে পুলিশ শুক্রবার স্বাধীনতা দিবসের দিনে গ্রেফতার করেছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া রেল স্টেশনের সামনে ইতিউতি ঘুরতে দেখেই পুলিশের সন্দেহ হয়েছিল। প্রথমে আটক করে গোলাবাড়ি থানার পুলিশ। পরে গ্রেফতার করে। নাম মিজান মিঞা।
মিজানের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর ২২ বছর পূর্বেই বাংলাদেশ থেকে চোরাপথে এই দেশে প্রবেশ করে। চোরাপথে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকে মিজান। তারপর সেখানেই ভুয়ো প্যান কার্ড আধার কার্ড এমনকি ভোটার কার্ডও তৈরি করেছিল মিজান। পুলিশ জানিয়েছে মিজান স্থানীয় এক মহিলাকে বিয়ে করে। বর্তমানে তাদের একটি সন্তানও রয়েছে। এই অবস্থায় মিজানের গ্রেফতারি একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।
মিজান এক বছর ধরে চেন্নাইতে শ্রমিকের কাজ করছে। দিন কয়েক ধরেই ত্রিপুরাতে ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিজেপির নীতির তীব্র সমালোচনা করে। তারপরই ত্রিপুরার বিজেপি নেতারা দাবি করেছিল মিজান একজন বাংলাদেশি। তার ছবিও পোস্ট করেছিল বিজেপি নেতারা। এরপরই মিজান ত্রিপুরা ছাড়তে বাধ্য হয়। কলকাতা হয়ে চেন্নাই চলে যাওয়ার চেষ্টা করে। সেইজন্যই কলকাতা এসেছিল।
শুক্রবার সকালে হাওড়া স্টেশন পৌঁছালে কয়েকজন বিজেপি কর্মী মিজানকে ঘিরে ধরে। তারাই খবর দিয়ে দেয় পুলিশকে। গোলবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে মিজানকে। পুলিশ ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে করেছে পুলিশ। বিজেপি সম্পাদক উমেশ রায় বলেন, 'বাংলাদেশিরা এভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে। এখানে নকল পরিচয়পত্র তৈরি করেছে। অথচ সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ করছে না।'