Hooghly News: বাচ্চাদের দুধে মিশছে ভেজাল, গ্রেফতার তৃণমূল নেতা সহ ৩

Published : Apr 25, 2025, 05:39 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

TMC News: তেল-ঘি'র পর এবার দুধ। শিশুদের খাওয়ার দুধে ভেজাল জিনিস মেশানোর অভিযোগে গ্রেফতার খোদ তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার চুঁচুড়ায়। নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে অন্যতম হল দুধ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার দৈনন্দিন খাদ্যতালিকায়…  

TMC News: তেল-ঘি'র পর এবার দুধ। শিশুদের খাওয়ার দুধে ভেজাল জিনিস মেশানোর অভিযোগে গ্রেফতার খোদ তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার চুঁচুড়ায়। নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে অন্যতম হল দুধ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার দৈনন্দিন খাদ্যতালিকায় এর ব্যবহার অপরিহার্য। কিন্তু সেই দুধেই যদি ভেজাল মেশানো হয়, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য হয়ে ওঠে এক মারাত্মক ক্ষতিকারক। সম্প্রতি, হুগলীর পোলবার হোসনাবাদ এলাকায় এমনই এক ভেজাল দুধ চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল শনিবার রাতে হুগলীর দিল্লি রোডের ধারে একটি হোটেলের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয় দুধ ভর্তি কন্টেনার, একটি ছোট ট্রাক এবং একাধিক প্লাস্টিকের জার। এছাড়াও পাওয়া যায় বিষাক্ত রাসায়নিকের বোতল। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করে এবং এফআইআর-এ ধৃত তিনজন ছাড়াও আরও চারজনের নাম উঠে আসে – সত্যনারায়ণ, বিপ্লব সরকার, সোমনাথ পাল এবং বিভাস বারুই।

তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চারজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি এন ডি, প্রিয়ব্রত বক্সী জানান, একদিন আগেই বিপ্লব সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার কোর্টে পেশ করা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া রাসায়নিকের নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। যার রিপোর্ট থেকে জানা যাবে ঠিক কোন বিষাক্ত রাসায়নিক দুধে মেশানো হচ্ছিল।

এই ঘটনার মূল পান্ডার সন্ধান পেতে তদন্ত শুরু হয়েছে। প্রিয়ব্রত বক্সী জানান, তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা না গেলেও, তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে সব তথ্য সামনে আনা হবে। এই ঘটনা কেবল আইনত অপরাধ নয়, বরং মানবতাবিরোধী কাজ। যে দুধ শিশুদের সুস্থভাবে বড় করে তোলে, তা যদি বিষে পরিণত হয়, তবে সমাজে আর কোনও নিরাপদ খাদ্য থাকবে না। প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই আবেদন, এই চক্রের মূল পান্ডা সহ সকল দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ