Teacher Protest: নতুন করে আন্দোলন 'অযোগ্য শিক্ষকদের', দায়ী করা হচ্ছে OMR শিটকে

Published : Apr 24, 2025, 04:46 PM IST
Teachers stage a sit-in protest outside SSC office

সংক্ষিপ্ত

Teacher Agit: নতুন করে আন্দোলন শুরু চাকরিহারা শিক্ষকদের। ওএমআর শিটে গলদ থাকায় যোগ্যদের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে নতুন করে আন্দোলন শুরু করলেন সেই চাকরিহারা শিক্ষকদের একাংশ। 

Teacher Agit: নতুন করে আন্দোলন শুরু চাকরিহারা শিক্ষকদের। ওএমআর শিটে গলদ থাকায় যোগ্যদের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে নতুন করে আন্দোলন শুরু করলেন সেই চাকরিহারা শিক্ষকদের একাংশ। অন্যদিকে একে একে কাজে যোগ দিচ্ছেন অযোগ্য নন এমন শিক্ষকরা। যার কারণে আন্দোলনের চতুর্থ দিনে ধীরে ধীরে ভিড়কমতে শুরু করেছে বিক্ষোভকারীদের।

বৃহস্পতিবার সকাল থেকেই এসএসসি অফিসের সামনে ভিড় অনেকটাই কমতে শুরু করেছে। ওএমআর শিটে সমস্যার অভিযোগ তুলে একদল শিক্ষক নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত যাদের অযোগ্যদ বলে চিহ্নিত করা হয়েছে তারা এই বিক্ষোভ আন্দোলনে সামিন হয়েছে। তাদের প্রশ্ন যেখানে আদালতে ওএমআর শিটে কারচুপি বিষয়টি এখনও প্রমাণিত হয়নি সেখানে এসএসসি কী করে তাদের অযোগ্য বলে দেগে দিচ্ছে। এসএসসি কী করে যোগ্য নয় এমন চিহ্নিত হওয়া শিক্ষকদের বেতন বন্ধ করে দিতে পারে? এই নিয়ে এসএসসি ভবন থেকে কিছুটা দূরে পৃথক অবস্থান বিক্ষোভ শুরু করেছে।

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এখনও চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। চতুর্থ দিনে আন্দোলনকারীর সংখ্যা কিছুটা হলেও কম। বৃহস্পিতবার থেকে একে একে কাজে যোগদিতে শুরু করেছেন অনেকে। গরমের ছুটি পড়ার আগে পালা করে তারা কাজে যাবেন বলেও জনিয়েছেন। তবে আন্দলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অযোগ্যদের যতক্ষণ না বাদ দেওয়া হচ্ছে , ততক্ষণ এই আন্দোলন চালবে বলেও জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।

এরমধ্যে নিবেদিতা ভবনে আন্দোলনকারী শিক্ষাকর্মীদের অনশন চলছে। সেখানে তিন জন শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েছে। তবে অসুস্থ সত্ত্বেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে করুণাময়ীদের অবস্থান চলছে বাতিল হওয়া শিক্ষাকর্মীদের। তাদের দাবি শিক্ষকদের মত শিক্ষাকর্মীদেরও স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে।

 

PREV
click me!

Recommended Stories

বছর শেষে কোন ফান্ডে কত লাভ? দেখুন Mutual Fund-এর রিপোর্ট কার্ড। বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৪
বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে ইউনুসের কুশপুতুল দাহ দিল্লিতে | Dipu Chandra Das Protest Delhi