অধরাই থেকে গেল প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন! পুলিশের জালে গ্রেফতার 'কীর্তিমান' দুই জা

Published : Sep 03, 2025, 03:24 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bagda News:  পুলিশি অভিযানে গ্রেফতার বাগদার দুই কীর্তিমান বৌদি। কেন বাড়ি থেকে পালালেন?  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bagda News: শশুর শাশুড়ি তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করে আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হল না বাগদার মালিদা এলাকার এক বাড়ির দুই বউয়ের। বাগদা থানার পুলিশ গ্রেফতার করল কৃত্তিমান বড় বউ কুলচান মল্লিক ও ছোট বউ নাজমা মন্ডলকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ। তিনি মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল তার স্ত্রী নাজমা মন্ডল ও বৌদি কুলচান মন্ডলের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল যে, তার স্ত্রী ও বৌদি মিলে মা-বাবা ও তিন মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে অচেতন করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। 

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে বাগদা থানার পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই দুই বউকে গ্রেফতার করে । এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ । ধৃতদের বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। চায়ের সঙ্গে বিষ মিশিয়ে ছিল কিনা প্রশ্ন করতেই বড় বউ কুলচান মল্লিক জানিয়েছে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়েছিল পালানোর জন্য। 

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখের দুই স্ত্রীর সঙ্গে গ্রামের আরিফ মোল্লার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল । সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছে । বাড়িতে নেই স্ত্রী , বৌদি ও এক মেয়ে । পরবর্তীতে বাবা-মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে বাবা মা জানায় গতকাল সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল তারপরেই চা বানিয়ে দিয়েছিল দুই বউ সেই চা খাওয়ার পর থেকেই তারা অচেতন হয়ে পড়েছে । এবং গতকাল সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক ছোট বউ নাজমা মন্ডল* এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে । মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে । এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমে মঙ্গলবার রাতেই দুই জা-কে গ্রেফতার করে পুলিশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'চাই না বলিনি, পাই না বলেছি' মুসলিম ভোট নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের