সরকারি স্কুলে রাতের অন্ধকারে এই ধরনের কাজ! প্রমাণ লোপাট করতে উধাও সিসিটিভি ক্যামেরা

Published : Jan 28, 2025, 10:44 PM ISTUpdated : Jan 28, 2025, 10:45 PM IST
Thief

সংক্ষিপ্ত

আমি ২৪ বছরের চাকরি জীবনে এই ঘটনা দেখিনি বলে উঠলেন স্কুলের প্রধান শিক্ষক।

চোরের উদ্দেশ্য নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে স্কুলজুড়ে । নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকায়। বিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা।ভেতরে পাঁচটি আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে।আলমারিতে থাকা নগদ বারো হাজার টাকাও গায়েব হয়েছে এই চুরির ঘটনায়। শুধু তাই নয়, চুরি করে পালানোর সময় নতুন সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর মেশিন নিয়ে পালিয়েছে চোরের দল।

স্কুলে এমন দুঃসাহসিক চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয়রা ।তারাও এই ঘটনার কথা শুনে হতবাক । স্থানীয় ও পড়ুয়াদের অভিভাবকরা জানালেন, এই এলাকায় এধরনের ঘটনা নেই বললেই চলে । এলাকার নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও স্কুলে এধরনের চুরির ঘটনা সামনে আসতেই যথেষ্ঠ উৎকন্ঠায় রয়েছেন তারা ।তাদের দাবি, পুলিশ তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করুক । এদিন স্কুলে চুরির ঘটনা নিয়ে শোরগোল তৈরি হয় পড়ুয়াদের মধ্যেও । শিক্ষরাও এঘটনায় হতবাক হয়ে পড়েছেন । স্কুলের মধ্যে এই দুঃসাহসিক চুরি করার পর প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর মেশিন নিয়ে যাওয়া নিয়েও নানা প্রশ্ন ঘুরছে সকলের মধ্যে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্বান্ত জানান, তার চাকুরী জীবনে আর চার দিন রয়েছে, তারই মধ্যে এই প্রথম বিদ্যালয়ে এরকম ঘটনা ঘটল। এই চুরির ঘটনায় শান্তিপুর থানা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI