ডি কোম্পানির নাম নিয়ে তৃণমূল নেতাকে হুমকি ফোন, আবার আতঙ্ক বাড়ছে মালদায়

Published : Feb 22, 2025, 02:52 PM IST
Phone scams

সংক্ষিপ্ত

 কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতিও।

এবার হুমকি ফোন মালদার তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দুনায়ারণ চৌধুরী। তাও আবার ডি কোম্পানির নাম করে। শুক্রবার তাঁকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুলিশ। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত তেমন তথ্য পাওয়া যায়নি।

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতিও। তিনি গতকাল সকাল সাড়ে ১০টা নাগাদ অচেনা নম্বর থেকেই হুকমি ফোন পান। সেখানেই তাঁকে বলা হয়েছিল, 'ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি। ২০ পেটি দাও না হলে তোমাকে ও তোমার পরিবারকে খুন করে দেব।' কোটি টাকাকে গ্যাংস্টাররে পেটি বলে। তিনি জানিয়েছেন হুমকি আসে হিন্দিতে।

পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনা সত্যি কি ডি কোম্পানি কাজ নাকি অন্য কেউ করছে? পাশাপাশি হিন্দিতে হুমকি ফোন নিয়েও তদন্ত ককছে। পুলিশ সূত্রের খবর, শুধুই টাকার জন্য নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর কোনও ফোন নম্বর ক্লোন করেই এই হুমকি ফোন দেওয়া হয়েছে। ইন্টারনেট সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রয়োজনে সইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও পুলিশ সূত্রের খবর।

সম্প্রতি মামলারই তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে খুন করেছে দুষ্কৃতীরা। তারপর কৃষ্ণেন্দুকে খুনের হুমকি- সব মিলিয়ে মালদা তৃণমূলের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা BJP রাজ্য সভাপতি শমীকের, কী দাবি?
Cooch Behar News: নেশার ঘোরে মাংস খাওয়ার শখ! কোচবিহারে যুবকের কাণ্ড দেখে শিউরে ওঠে পুলিশও