কপালে চওড়া সিঁদুর পরে নববধূ হয়ে ভারতে এলেন বাংলাদেশের ডাক্তার যুবতী, সীমান্তে অন্য ছবি

Published : Feb 22, 2025, 11:14 AM ISTUpdated : Feb 22, 2025, 02:46 PM IST
bangladesh marrage

সংক্ষিপ্ত

ভারতের পুত্রবধূ হয়ে ভীষণ খুশি বলে জানালেন সঞ্চিতা। তিনি বলেন, ভারতে এই প্রথবার তার আসা। বিয়ে করে খুশি হলেও পরিবারের সকল সদস্যরা বৌভাতে অংশ নিতে না পারায় কিছুটা মন খারাপ। ফের বাংলাদেশ ফিরবেন সাতদিন পর, একেবারে অষ্টমঙ্গলা কাটিয়ে ফের ভারতে আসবেন তিনি।

বাংলাদেশে চরম অস্থিরতা, তার মধ্যেই কপালে চওড়া সিঁদুর পরে নববধূ হয়ে এপারে এলেন সঞ্চিতা। অনেকেই বলছেন এ হল ভালোবাসার টান। বাংলাদেশের মাগুরায় গিয়ে বিয়ে করে এপারে ফিরলেন নববধূ। ভারত-বাংলাদেশের অস্থিরতার মধ্যেই এ এক অন্য ছবি দেখা গেল সীমান্তে । বাংলাদেশের চিকিৎসক সঞ্চিতা বিয়ে করে ভারতে এলেও তার পরিবার উপস্থিত থাকতে পারেনি এই খুশির মুহুর্তে। আক্ষেপ নিয়েও কনেযাত্রী ছাড়াই হবে বউভাতের আয়োজন। ভারত থেকে বরযাত্রী দিয়েছিল, বাংলাদেশে মেয়ে বাড়ির আতিথেয়তায় আপ্লুত হতে দেখা গেল বরপক্ষের লোকজনের মধ্যে। সব অস্থিরতার মধ্যেও বিয়ে করে ভারতে এলেন বাংলাদেশের চিকিৎসক সঞ্চিতা।

পরিবার সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ঢাকায় । সেখানেই এমবিবিএস-এর পড়ার সময় পরিচয় হয় সঞ্চিতার। ২০১৮ থেকে তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হতেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। দুজনেই বিয়ে করবেন বলেও মনস্থির করে ফেলেন। জানা যায়, ২০২৪ সালেই বাংলাদেশের মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন অনির্বাণ মহাপাত্র। সামজিক ভাবে বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাঁরা দুজনেই। তাই অস্থির পরিস্থিতির মধ্যেও তাদের এই বিয়ে বাধা হয়ে দাঁড়াল না। । বাংলাদেশের মাগুরায় গিয়ে বিয়ে করে ফিরলেন সীমান্ত পেরিয়ে এপারে চলে এলেন সঞ্চিতা।

ভারতের পুত্রবধূ হয়ে ভীষণ খুশি বলে জানালেন সঞ্চিতা। তিনি বলেন, ভারতে এই প্রথবার তার আসা। বিয়ে করে খুশি হলেও পরিবারের সকল সদস্যরা বৌভাতে অংশ নিতে না পারায় কিছুটা মন খারাপ। ফের বাংলাদেশ ফিরবেন সাতদিন পর, একেবারে অষ্টমঙ্গলা কাটিয়ে ফের ভারতে শ্বশুরবাড়ি আসবেন বলে জানালেন তিনি। পরবর্তীতে দুদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে দুই পরিবার একজোট হয়ে আনন্দে মেতে উঠার অপেক্ষায় নববধূ।

বাংলাদেশের মেয়ে সঞ্চিতাকে বিয়ে করে খুশি অনির্বানও। অনির্বান জানালেন, আমাদের দুজনের সম্পর্ক ২০১৮ সাল থেকে। পরিস্থিতি ঠিক থাকলে হয়ত এই বিয়েটাই ধুমধাম করে হতো। আমারা বিয়ে করব এটা ঠিকই ছিল। তাই এত ঝামেলার মধ্যেও বিয়েটা করে ফেললাম। বাংলাদেশ গিয়ে সঞ্চিতার বাড়ির আপ্যায়নে খুশি হয়েছেন অনির্বাণের বাবা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানেhttps://www.youtube.com/watch?v=pQTEdkL9tO8

PREV
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের