রাম নবমীর মিছিল ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়, শিবপুরে নামল বিশাল পুলিশ বাহিনী

রাম নবমী উপলক্ষ্যে অগ্নিগর্ভ হাওড়ার শিবপুর আর সাঁকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

Web Desk - ANB | Published : Mar 30, 2023 2:47 PM IST / Updated: Mar 30 2023, 08:26 PM IST

রাম নবমী উপলক্ষ্যে অগ্নিগর্ভ হাওড়ার শিবপুর আর সাঁকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। তৈরি হয় দাঙ্গা পরিস্থিতি। তারপরই এলাকার দখল নেয় পুলিশ বাহিনী। গোটা এলাকায় দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দাঙ্গাবাজদের দেশের শত্রু বলে চিহ্নিত করে তাদের সতর্ক থাকতে বলেছেন। গতকালই রেড রোডের ধর্না মঞ্চ থেকে রাম নবমীর মিছিল ঘিরে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিল। কিন্তু হাওড়ার পরিস্থিতি প্রথমেই হাতের বাইরে চলে যায়।

 

Latest Videos

 

শিবপুর থানা এলাকায় এদিন নাম নবমীর মিছিল ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার রামরাজাতলায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন তখনই অন্যদিকে হাওড়ার শিবপুরে রাম সেনানির মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছে। মুহুর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর। রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে এক ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা দূরে এলে মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। মুহুর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়িতে। এলাকায় ছুটে আসে পুলিশ ও র‍্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কারা এই হামলা চালালো তা পুলিশ খতিয়ে দেখছে।

গত বছরই রাম নবমী উপলক্ষ্যে অশান্তি হয়েছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। স্থানীয়দের প্রশ্ন এবারও কি এমন কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। যদিও আগেই রাম নবমীকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা বিজেপি। তিনি এই দিনে ছুটি দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কেন্দ্রীয় সরকার বিরোধী ধর্নার দ্বিতীয় দিন। তাই নিয়েও বিজেপি রাম নবমীর দিনে মিথ্যা অভিযোগ তুলে ধর্না দেবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে রাম নবমীর মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তুফানগঞ্জে। স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

 

বিস্তারিত আসছে...

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP