দিনে-দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ায় শ্যুটআউট, গুলি লেগে মৃত্যু হল তৃণমূল কর্মীর

Published : Mar 30, 2023, 04:52 PM IST
ranchi crime news husband strangulates his wife to death after to dream

সংক্ষিপ্ত

ঘটনাস্থলেই মৃত্যু হল ফইজুল রহমান নামে ওই কর্মীর। আহত হয়েছেন আরও ১ জন তৃণমূল কর্মী।

পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তপ্ত বাংলার রাজনীতি, ভরদুপুরে শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার দলীয় বৈঠক থেকে বেরোনোর সময় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু হল ফইজুল রহমান নামে ওই কর্মীর। আহত হয়েছেন আরও ১ জন তৃণমূল কর্মী।

চোপড়ার দিঙাপানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়ে হচ্ছিল বৈঠক। সেই বৈঠক শেষ হতে সকলে যখন দলীয় কার্যালয়ের বাইরে বেরিয়ে আসছেন, সেই সময় আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। তাতে ৭০ বছর বয়সি তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আহতরাও সকলে তৃণমূলেরই কর্মী।

নিহত বৃদ্ধ ফইজুল রহমানের পরিবার জানিয়েছে, দলীয় কার্যালয় থেকে বেরনো মাত্রই গুলি ছোড়া হয়। তাতে সরাসরি বুকে গুলি লাগে ওই বৃদ্ধের। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর। ইসলামপুর হাসপাতালের মর্গে ওই বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে। এলোপাথাড়ি গুলিতে তৃণমূলের আরও কয়েক জন আহত হয়েছেন বলে খবর। আহত অবস্থায় তিন জনকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বৈঠক চলাকালীন নির্বাচনী টিকিট বিতরণ ঘিরে বচসা বাধে। সেখান থেকেই একটি গোষ্ঠী, অন্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

আরও পড়ুন-

অমিত শাহের মতো একই সুর কুন্তল ঘোষের বক্তব্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রাক্তন যুবনেতার
পশ্চিমবঙ্গে রাম নবমীর পুজো মোটেই নতুন নয়, শেওড়াফুলি রাজ বংশের পুজো চলে আসছে প্রায় ২৭০ বছর ধরে

মালতীর সঙ্গে উচ্ছ্বসিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মেয়ের আদুরে ছবি

PREV
click me!

Recommended Stories

মমতা বন্দ্যোপাধ্যায়কে কি SIR ফর্ম ফিলআপ করেনি? সত্যি কথা জানিয়ে দিলেন অমিত
২০২৬ সালে স্কুলগুলিতে ছুটির লম্বা তালিকা, নতুন বছরের আগেই ঘোষণা WBBSE