মাত্র ৪৮ ঘণ্টায় সাফল্য! সাঁতারু বুলার বাড়ি থেকে চুরি হওয়া ২৯৫টি পদক উদ্ধার করল পুলিশ

Published : Aug 17, 2025, 03:28 PM IST
Police recover 295 medals from swimmer Bulla in 48 hours arrest thief

সংক্ষিপ্ত

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ। অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ধরা হয়েছে চোরকে 

গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তাঁর দাবি, পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে। সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে। তিনি জানিয়েছিলেন প্রাপ্ত পদকের সংখ্যা কমপক্ষে তিনশোর কাছাকাছি। যদিও এই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যই বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর চুরি হওয়া প্রায় ২৯৫টি পদক উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে চোরকেও।

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ। অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ধরা হয়েছে চোরকে। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে এ নিয়ে সাংবাদিক বৈঠক করল পুলিশ। জানানো হয়েছে, চুরি যাওয়া সমস্ত পদকই উদ্ধার করা গিয়েছে। সেগুলো প্রাক্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে।

গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তাঁর দাবি, পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে। সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে।

বুলা হিন্দমোটরের বাড়িতে নিয়মিত থাকেন না। কলকাতায় বসে চুরির খবর পান। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক-সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি। অন্য দিকে, চুরির ঘটনার তদন্তে নামে সিআইডি। আগেই পুলিশ বেশ কয়েক জন সন্দেহভাজনকে আটক করেছিল। তাঁদের মধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে পুলিশ সূত্রে খবর। রবিবার সকালে 'চোর'কে নিয়ে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে যায় পুলিশ।

খবর দেওয়া হয় বুলাকে। তিনি পদক উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই খুশি। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পরিবারও। সাংবাদিক বৈঠকে ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, “গত ১৫ অগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। সব মেডেল চুরি হয়ে যায়। আমরা কেস রুজু করি। সকলেই উদ্বেগে ছিলাম।” তিনি আরও বলেন, "একটা বিশেষ দল গঠন করা হয়েছিল। সিআইডির সাহায্য নিয়েছিলাম। ২৯৫টি মেডেল উদ্ধার হয়েছে।”

ডিসিপি আরও জানান, চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন ছিলেন প্রাক্তন সাঁতারু বুলা। তবে তাঁরা কথা দিয়েছিলেন শীঘ্রই চোরকে ধরবেন। উদ্ধার করা হবে সমস্ত পদক। তিনি বলেন, “চোর রিষড়ার বাসিন্দা। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। 'সোর্স' কাজে লাগিয়ে পুলিশ অভিযুক্তের খোঁজ পায়। তারপর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে।”

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের