ব্যবসায়ীর পথ আটকিয়ে কোটি টাকা ডাকাতি করল পুলিশ! অভিযোগ দায়ের করতেই পাকড়াও অভিযুক্তরা

ব্যবসায়ীর পথ আটকিয়ো কোটি টাকা ডাকাতি করল পুলিশ! অভিযোগ দায়ের করতেই পাকড়াও অভিযুক্তরা

পুলিশ করল ডাকাতি! গাড়ি থামিয়ে ব্যবসায়ীর থেকে কোটি টাকার উপরে ডাকাতি করল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এসএসআই, স্কোয়াডের কনস্টেবল-সহ ৬ জনকে। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, পেশায় রেলের ঠিকাদার দিল্লির বাসিন্দা মুকেশ চাওলার সঙ্গে ব্যবসা করবেন বলে কথা দিয়ে ছিলেন দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী। এ ছাড়াও বিজনেস পার্টনার হিসাবে থাকার কথা ছিল সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী-সহ পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার।

Latest Videos

এরপর পার্টনার দের সঙ্গে কথা বলে ফের দিল্লিথেকে আসানসোলে চলে যান মুকেশ। এরপর আসানসোল থেকে কলকাতার রেলের অফিসে ব্যবসার টাকা জমা করতে ১ কোটি ১ লক্ষ টাকা নগদ নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেন এই ব্যবসায়ী। সেই খবর পাওয়া মাত্রই দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালী মন্দিরের কাছে তাঁর গাড়ি আটকায় এই তিন পুলিশ কর্মী। নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে তাঁকে গাড়ি থেকে নামতে বলে তাঁরা। মুকেশকে ভয় পাইয়ে টাকা নিয়ে নেন। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় তিন পুলিশ কর্মী।

এরপর রাতে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে মুকেশ। তদন্ত করে পাকড়াও করা হয় ওই কর্মীদের। এ প্রসঙ্গে আসানসোলের ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন, " এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৬। আরও যারা যুক্ত রয়েছেন তাঁদের খোঁজ করা হচ্ছে।"

Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral