আর জি করের ঘটনার প্রতিবাদে আনিস খানের বাবা, হাইকোর্টের অনুমতিতে শ্যামবাজারে ধর্ণা

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ধর্ণায় বসতে চলেছেন আনিস খানের বাবা সালেম খান। কলকাতা হাইকোর্ট তাঁকে ধর্ণায় বসার অনুমতি দিয়েছে।

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে এবার ধর্ণায় বসতে চলেছেন আনিস খানের বাবা। হাওড়ার আমতার ছাত্রনেতা আনিসের রহস্যমৃত্যুর প্রতিবাদে কলকাতা-সহ সারা বাংলায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল। এবার সেই আনিসের বাবা সালেম খান শ্যামবাজারে ধর্ণায় বসছেন। কলকাতা হাইকোর্ট আনিসের বাবাকে ধর্ণায় বসার অনুমতি দিয়েছে। ধর্ণায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের দ্বারস্থ হন সালেম। তিনি আদালতে বলেন, 'আমিও সন্তানহারা। ওঁরাও সন্তান হারিয়েছেন। তাঁদের যন্ত্রণা বুঝি। তাই ওই ঘটনার প্রতিবাদে ধর্না দিতে চাই।' সালেমের বক্তব্য শুনে বিচারপতি বলেন, 'ধর্ণার অনুমতি দেওয়া হচ্ছে। দুপুর দুটো থেকে রাত ৯টা পর্যন্ত ধর্ণা দেওয়া যাবে। ধর্ণার জায়গায় ৩০০ জনের বেশি লোকের জমায়েত করা যাবে না।'

আনিসের রহস্যমৃত্যুর বিচার অধরা

Latest Videos

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে আনিসের বাড়িতে যায় পুলিশ। তল্লাশি চলাকালীন বাড়ির উপর থেকে বাইরের রাস্তায় পড়ে যান আনিস। এরপর তাঁর মৃত্যু হয়। কিন্তু এই ছাত্রনেতা কীভাবে বাড়ির তিনতলা থেকে পড়ে গেলেন, সে বিষয়ে ধোঁয়াশা আজও মেটেনি। পুলিশের বিরুদ্ধে আনিসকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ আনে পরিবার। এই ছাত্রনেতার রহস্যমৃত্যু ঘিরে রাজ্যজুড়ে আন্দোলন শুরু করেন বামেরা। রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল আনিসের পরিবার। কিন্তু এই ঘটনায় সিবিআই তদন্ত হয়নি। এখনও এই ঘটনার কিনারা হয়নি। নিজের ছেলের মৃত্যুর ঘটনার কিনারা না হলেও, অন্য একজনের জন্য বিচার চাইছেন সালেম।

সারা বাংলায় আর জি করের ঘটনার প্রতিবাদ

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ-আন্দোলন চলছে। এরই মধ্যে এবার আনিসের বাবার পথে নামা আন্দোলনে বাড়তি মাত্রা যোগ করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক!' ফের আর জি কর নিয়ে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে আটক নিশীথ প্রামাণিক, বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহার

আরজি কর কাণ্ডে মুখ খুললেন অরিজিৎ, কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলেন গায়ক

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral