
RG Kar Junior Doctor Case: এবার হলেও যেন কিছুটা আশার আলো দেখছেন আরজি.কর হাসপাতালের নিহত নির্যাতিতা চিকিৎসক তরুণীর পরিবার। হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় হয়ে গিয়েছে একবছর। সঞ্জয় রায় ছাড়াও কেউই পাইনি শাস্তি। ফলে মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে এখনও দরজায়-দরজায় ঘুরছেন নিহত তরুণীর বাবা-মা। তবে এবার কিছুটা হলেও দেখা গেল আশার আলো। কারণ, নির্যাতিতা নিহত তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।
শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর তরফে সহায়তার আশ্বাস মেইল পেয়েছেন নির্যাতিতার পরিবার। এতেই ন্যায় বিচার পেতে বিলম্ব হলেও কিছুটা আশা জেগেছে আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের মনে। সূত্রের খবর, এদিন রাষ্ট্রপতির দফতরের তরফ থেকে উত্তর ২৪ পরগনার সোদপুরের পানিহাটির বাড়িতে মেইল আসে। মেইলে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর আপ্ত সহায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন বলে বার্তা দেওয়া হয়েছে। আর এতেই খানিকটা হলেও মেয়ের মৃত্যুর সুবিচারের আশা দেখছেন নিহত চিকিৎসক তরুণীর বাবা-মা।
২০২৪ সালের ৯ অগাস্ট কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতাল আরজি.কর মেডিক্যাল কলেজে ঘটে যায় নৃশংস ঘটনা। অভিযোগ হাসপাতালেরই সেমিনার রুমে কর্তব্যরত পোস্ট গ্র্যাজুয়েট তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ তারপর খুন করা হয়। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে একবছর। নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। রাত দখল- দিন দখল। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিল-বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অপসারিত হন টালা থানার ওসি। পদত্যাগ করেন আরজি করে অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে যায় সিআইডি-তারপর সিবিআই। তাতেও যেন আস্থা রাখতে পারছেন না অভয়ার বাবা-মা।
বারবার সিবিআই-এর সঙ্গে রাজ্য সরকারের সেটিংস এর তত্ত্ব তুলে সরব হয়েছেন তাঁরা। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় একা দোষী নয়। আড়াল করা হচ্ছে প্রকৃত চক্রীদের। দিল্লিতে দরবার থেকে নবান্ন অভিযান। সময়ের নিয়মে ঘড়ির কাঁটা ঘুরলেও এখনও ধুঁকছে বিচারের বাণী। মেলেনি অভয়া কাণ্ডের সঠিক বিচার। আর এই অবস্থায় এবার আরজি.করের নিহত চিকিৎসক তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। তবে এখন দেখার রাষ্ট্রপতির দফতরের তরফে সক্রিয়তা দেখানোর পরও আদেও তিলোত্তমা কাণ্ডে মেলে কীনা ন্যায় বিচার!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।