সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি! প্রেমে রাজি না হতেই তরুণীকে দা দিয়ে কোপ

Published : Aug 15, 2025, 11:10 AM IST
MP Crime news

সংক্ষিপ্ত

এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মন্ডল নামের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিযোগ সেই রাগে শুক্রবার সাতসকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে সুস্মিতাকে। 

আবারও প্রকাশ্যে এল সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি। বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক তরুণীকে। কিন্তু তরুণী তাতে রাজি না হওয়ায় সরাসারি কুপিয়ে খুনের চেষ্টা করে সিভিক ভলান্টিয়ার। তেমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৫ পরগনার বাসন্তী থানা এলাকায়। নির্যাতিতা মৃত্যুর সঙ্গে লাড়াই করছেন ক্যানিং মহকুমা হাসপাতালে। অন্য়দিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নিজেও বিষ খেতে া আত্মহত্যার চেষ্টা করে বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

দক্ষিণ ২৪ পরগনা বাসন্তীর এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মন্ডল নামের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিযোগ সেই রাগে শুক্রবার সাতসকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে সুস্মিতাকে। সস্মিতার হাত ও ঘাড়ের কাছে ধারাল অস্ত্রের কোপ মারে সিভিক ভলান্টিয়ার। রীতিমত জখম অবস্থায় মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে নির্যাতিতা তরুণী। তবে এখানেই খান্ত দেয়নি সিভিক ভলান্টিয়ার। সুস্মিতাকে নিজের বাগে নিতে না পেরে নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বিশ্বজিৎ। তাকেও গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়। ঘটনায় গুরুতর অসুস্থ দু জনকেই স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর দৃষ্টি ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ধারালো অস্ত্র উদ্ধার করল বাসন্তী থানা পুলিশ। ঘটনা তদন্ত শুরু করছে বাসন্তী থানা আইসি অভিজিৎ পাল।

তবে এটাই প্রথম নয়, এর পূর্বেও সিভিক ভলান্টিয়ারদের একাধিক কুকীর্তি প্রকাশ্যে এসেছে। মাস খানেক পূর্বেই হাওড়ায় চিপস চোর অপবাদ দিয়ে এক ১৩ বছরের কিশোরকে রাস্তাতেই কান ধরে ওঠবোস করিয়েছিল এক সিভিক ভলান্টিয়ার। অপমানে সেই কিশোর নিজের খাতায় চিপস চুরি করেনি - এটা লিখে আত্মঘাতীয় হয়েছিল। অন্যদিকে RG Kar কাণ্ডেও কাঠগড়ায় এক সিভিক ভলান্টিয়ার। বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের রমরমা খুবই বাড়ছে। কিন্তু পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে উদাসীন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আদিনা মসজিদ আদতে আদিনাথ মন্দির, রাজ্যসভায় দাবী করেছিলেন শমীক, দেখুন কী বলছেন তিনি
শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস