অন্ধকারে ছেয়ে গিয়েছে চারিদিক! পুজোর মুখে ফের প্লাবন বঙ্গে, আর কতদিন থাকবে এমন বৃষ্টিপাত?

Published : Sep 26, 2024, 11:52 AM IST

অন্ধকারে ছেয়ে গিয়েছে চারিদিক! পুজোর মুখে ফের প্লাবন বঙ্গে, আর কতদিন থাকবে এমন বৃষ্টিপাত?

PREV
17
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

বুধবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্য জুড়ে। পুজোর আগে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এখনও থামবে না বৃষ্টিপাত এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

27
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

পুজো আসার আগে আরও বেশ কয়েকদিন এমনই বৃষ্টিপাত দেখা দেবে বঙ্গ জুড়ে। এরফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

37
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও দেখা দেবে তুমুল বৃষ্টিপাত, বন্যার কবলে পড়তে পারে উত্তরের জেলাগুলিও।

47
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

আগামী বেশ কযেকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

57
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দেখা দিতে পারে প্রবল বৃষ্টিপাত। অন্যদিকে দক্ষিণের পুরুলিয়া, দুই মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

67
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

কিন্তু কেন হঠাৎ এত বৃষ্টি শুরু হল বঙ্গ জুড়ে? তবে কি এখনও সক্রিয় মৌসুমি বায়ু?

77
পুজোর মুখে প্লাবন বঙ্গে!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে ছত্তিশগড়ের উপরে অবস্থিত ঘূর্ণাবর্ত। যার জেরে দক্ষিণবঙ্গে সমুদ্র থেকে আর্দ্র বাতাস প্রবেশ করছে এর ফলেই এত বৃষ্টিপাত বঙ্গে।

click me!

Recommended Stories