Puja Holidays: স্কুলে ফের বেড়ে গেল পুজোর ছুটি, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই বিশেষ ঘোষণা ব্রাত্য বসুর

Published : Sep 24, 2025, 09:11 AM IST

প্রবল বৃষ্টি ও দুর্যোগের কারণে রাজ্যে নির্ধারিত সময়ের আগেই পুজোর ছুটি ঘোষণা করা হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

PREV
15

চলতি সপ্তাহের শেষ থেকে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ পুজো। প্রতি বছরই দুর্গাপুজো থেকে লক্ষ্মীর পুজো পর্যন্ত সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এবারও ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে রাজ্যে সমস্ত স্কুলে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, এবার বেড়ে গেল পুজোর ছুটি।

25

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ছাত্রছাত্রীদের স্বাস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। মঙ্গলবার দুর্যোগের কারণে অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। মঙ্গলবার থেকেই পুজোর ছুটি শুরু হয়ে গেল রাজ্যে।

35

সোমবার রাতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও শহরতলি। দুর্যোগের জেরে অচল হয়ে গিয়েছিল জনজীবন। সারা কলকাতা জুড়ে ভিন্ন স্থানে জমেছিল জল। কোথাও এক কোমড় তো কোথাও জল ছিল তারও বেশি। মঙ্গলবার সেভাবে বৃষ্টি না হলেও সারাদিন ছিল মেঘলা। এই পরিস্থিতিতে স্কুল বন্ধের কথা ঘোষণা করেছে মমতা সরকার।

45

এক সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলেছি। স্কুল কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলের বাচ্চাদের এখন আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।’

55

এর পর ব্রাত্য বসু ছুটির কথা ঘোষণা করেন। তিনি আরও লেখেন, ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে, তাই, কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। এরই সঙ্গে তিনি শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে শিক্ষামন্ত্রী অনুরোধ, ‘তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলো করেন।’

Read more Photos on
click me!

Recommended Stories