আর কিছুক্ষণের মধ্য়েই বদলে যাবে কলকাতার আবহাওয়া, আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি

Published : Sep 30, 2025, 04:03 PM IST

Puja Weather: দুর্গা পুজোর শেষ দুই দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল থেকে বৃষ্টি বাড়বে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।  

PREV
15
দুর্গা পুজোর আবহাওয়া

প্রথম দুই দিনের পুজো নির্বিঘ্নে কাটলেও মহাষ্টমী থেকে মুখভার আকাশের। কারণ উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বিকেলের দিকেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর হাওয়া অফিস।

25
মহা অষ্টমীর আবহাওয়া

মহা অষ্টমীর সকালে আকাশ রৌদ্র-উজ্জ্বল ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মেঘে ঢাকা পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিসের পূর্বাভাস মহা অষ্টমীর বিকেল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

35
বৃষ্টির কারণ

আলিপুর হাওয়া অপিসের পূর্বাভাস উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি যদি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয় তাহলে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

45
আগামী ২ দিন বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে নবমী আর দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তাই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকের মধ্যেই প্যান্ডাল হপিং সেরে ফেলতে হবে।

55
হাওয়া অফিসের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হল বৃহস্পতিবার অর্থাৎ দশমীর দিন কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories