সংসারে তুমুল ঝামেলা! রাগের চোটে স্বামীর দিকে গরম দুধের কড়াই ছুঁড়ে দিলেন স্ত্রী

Published : Jul 23, 2024, 10:58 PM ISTUpdated : Jul 23, 2024, 10:59 PM IST
How-to-test-milk-purity

সংক্ষিপ্ত

পূর্ব বর্ধমানে ভয়ানক ঘটনা। ঝগড়া করতে করতে স্বামীর গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন তাঁর স্ত্রী।

পূর্ব বর্ধমানে ভয়ানক ঘটনা। ঝগড়া করতে করতে স্বামীর গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন তাঁর স্ত্রী।

এই ঘটনায় ইতিমধ্যেই ঐ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর থানার ঘটনা এটি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত এই মহিলার নাম পূজা সাঁতরা। সোমবার, বিকেলে অভিযুক্ত মহিলার মামারবাড়ি থেকে পাকড়াও করা হয় তাঁকে।

মঙ্গলবার, বর্ধমান (Burdwan) সিজেএম আদালতে পূজাকে হাজির করিয়েছিল পুলিশ (Police)। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার, ফের একবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, জামালপুর থানার দ্বীপের মানার বাসিন্দা হলেন তারাপদ সাঁতরা। তাঁর সঙ্গে কয়েকবছর আগে পূজার বিয়ে হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, ঐ দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। সোমবার, সকাল ৮টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া শুর হয়।

অভিযোগ উঠছে, সেইসময় হটাৎই উত্তেজিত হয়ে পড়েন পূজা। ঐ সময় উনুনে দুধ বসানো ছিল। সেই ফুটন্ত দুধের কড়াই তুলে পূজা সোজা স্বামীর দিকে ছুঁড়ে দেন বলে অভিযোগ।

এদিকে এই ঘটনায় তারাপদের শরীরের বেশকিছুটা অংশ গরম দুধ পড়ে পুড়ে গিয়েছে বলে জানা গেছে। পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা প্রথমে তাঁকে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন তারাপদ সাঁতরা।

খানিকটা সুস্থ হয়ে সোমবারই, তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ঐ দম্পতির এক শিশুসন্তানও রয়েছে।

কিন্তু এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেগে গিয়ে সোজা স্বামীর গায়ে গরম দুধের কড়াই ছুঁড়ে মারার ঘটনায় রীতিমতো তাজ্জব অনেকেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR-এর আবহে ভয়ংকর ছবি! আবর্জনার বস্তা খুলতেই বেরোল একরাশ ভোটার কার্ড
DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট