Published : May 29, 2025, 09:45 PM ISTUpdated : May 29, 2025, 09:47 PM IST
Bengal job scam: মুর্শিদাবাদে এক চাকরিহারা শিক্ষককের মৃত্যু হয়েছে। নাম প্রবীণ কর্মকার। এই ঘটনার প্রতিবাদসহ পরীক্ষা বসতে না চেয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি শুক্রবার। শিয়ালদহ থেকে মিছিলেন ডাক।
নতুন করে আবার কেন পরীক্ষায় বসব? এই প্রশ্ন তুলে আবারও আন্দোলনে সামিল চাকরিহারা যোগ্য শিক্ষকরা। শুক্রবারের জন্য অভিনব কর্মসূচি ঘোষণা করেছেন।
210
এক 'যোগ্য'শিক্ষকের মৃত্যু
মুর্শিদাবাদে এক চাকরিহারা শিক্ষককের মৃত্যু হয়েছে। নাম প্রবীণ কর্মকার। তিনি বছর তিনেক ধরেই অসুস্থ। কিডনির সমস্যা ছিল। হাসপাতাল সূত্রের খবর, মস্কিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু।
310
চাকরিহারা শিক্ষকদের দাবি
চাকরি যাওয়ার ফলে মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না তিনি। এই দুশ্চিন্তার মধ্যেই 'স্ট্রোক' হয়ে ওই প্রবীণের মৃত্যু হয়েছে বলে দাবি আন্দোলনরত শিক্ষকদের।
আন্দোলনকারীদের বক্তব্য, এই পরিস্থিতি তাদের সম্পূর্ণ নগ্ন করে ছেড়ে দিয়েছে। আর সেই কারণেই প্রতীকী প্রতিবীদ হিসেবে তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করতে চান।
710
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা
আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছে, চাকরিতে পুনর্বহাল করা হয় সেই বিষয়টি দেখতে হবে সরকারকে। নিজেদের দাবি নিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেও দেখা করতে চান।
810
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা উদ্দেশ্য
চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তাঁরা নবান্নের দিকে মিছিল করছেন।
910
মমতার বাড়িতে
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবারই কয়েকজন চাকরিহারা শিক্ষক কালীঘাটে মমতার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বৈধ অনুমতিপত্র না থাকায় খালি হাতেই ফিরতে হয়।
1010
সুপ্রিম কোর্টের নির্দেশে
সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের পুরো প্যানেল। চাকরিহারা প্রায় ২৬ হাজার। তাদের নতুন করে পরীক্ষায় বসতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।