হাজার হাজার কর্মী নিয়োগ রেলে! খালি প্রায় ৮ হাজার পদ, কী করে আবেদন করবেন? এক্ষুনি জেনে নিন

Published : Jul 28, 2024, 09:46 AM ISTUpdated : Jul 28, 2024, 09:57 AM IST
Government Jobs

সংক্ষিপ্ত

হাজার হাজার কর্মী নিয়োগ রেলে! খালি প্রায় ৮ হাজার পদ, কী করে আবেদন করবেন? এক্ষুনি জেনে নিন

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। হাজার হাজার কর্মী নিয়োগের ঘোষণা করল রেল। এরপর পড়াশুনো শেষে সরকারি চাকরি পাবে একগুচ্ছ ছেলে মেয়ে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন, কেমিক্যাল অ্যান্ড মেটরলজিক্যাল অ্যাসিটেন্ট এবং কেমিক্যাল সুপারভাইজার-সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানাল রেল।

সব কটি পদেই চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২৯ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।

মোট ৭৯৫১ পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন, কেমিক্যাল অ্যান্ড মেটরলজিক্যাল অ্যাসিটেন্ট এবং কেমিক্যাল সুপারভাইজার পদে ৭৯৩৪টি পদে লোক নেওয়া হবে বলে জানিয়েছে রেল।

শিক্ষাগত যোগ্যতা- এই পদগুলিতে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে তিন বছরের ডিপ্লোমা বা BE/B. Tech ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৪ সাল অনুসারে ১৮ থেকে ৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

সাধারণ শ্রেনির প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫০০ টাকা । রিফান্ড হিসেবে ৪০০ টাকা। এছাড়া SC, ST, প্রাক্তন কর্মী, মহিলা, রুপান্তরকামী, সংখ্যালঘু, ইবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫০ টাকা দিতে হবে। এই ২৫০ টাকাই রিফান্ড হয়ে যাবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনের জন্য প্রথমেই RRB ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজের অঞ্চল বেছে নিতে হবে। নাম, ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করা নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে । আবেদন ফর্ম পূরণ করে পদ সিলেক্ট করতে হবে। আবেদন ফি জাম দিতে হবে।

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে