ফের দফায় দফায় বৃষ্টি বঙ্গ জুড়ে! ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, ঠিক কতদিন ভিজবে বাংলা?
সোমবার সকাল থেকেও প্রবল বর্ষণ জেলায় জেলায়। নিম্নচাপের জের এখনও কাটেনি।
তবে ঝাড়খণ্ডে সরছে নিম্নচাপ। সোমবার সকালের পর বেশ অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে নিম্নচাপটি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। সোমবারেও সারাদিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
রবিবারের রিপোর্ট অনুযায়ী কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে উত্তর ও উত্তর পশ্চিমে অবস্থান ছিল নিম্নচাপটি। আজ সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে।
এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ও গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায়।
মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া অন্যান্য জেলাতেও জারি করা হয়েছে বৃষ্টিপাতের সতর্কতা।
এ ছাড়াও নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।