আগামী মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগেই প্রয়োজনীয় তথ্য ও নথি তৈরিতে জোর দিচ্ছে রাজ্য সরকার।
আগের শুনানির অভিজ্ঞতা
এর আগে আরজি কর মামলা নিয়ে আগেও দুটি শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেই অভিজ্ঞতা ছিল যথেষ্ট তিক্ত। প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছিল রাজ্য সরকারকে। এবার আর যাতে তা না হয় তারই পদক্ষেপ করছে নবান্ন।
ছুটি বাতিল
নবান্ন সূত্রের খবর আপাতত কয়েক দিন অতিরিক্ত কোনও ছুটি নেওয়া থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনিক কর্তা ও আধিকারিকদের। তবে সব দফরতকে নয়।
নির্ধারিত দফতর
সূত্রের খবর আরজি কর মালার সঙ্গে যুক্ত স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরের কর্তাদেরই এই বার্তা দেওয়া হয়েছে।
শনিবার হাজিরা
প্রশাসনিক সূত্র জানাচ্ছে, এ দিনও স্বরাষ্ট্র, স্বাস্থ্য, মুখ্যসচিবের দফতর-সহ একাধিক বিভাগের আধিকারিকদের হাজির হতে হয়েছে। গোটা দিন তাঁরা ব্যস্ত ছিলেন বিভিন্ন রিপোর্ট তৈরিতে।
নথি তৈরিতে জোর
গত শুনানিতে সুপ্রিম কোর্ট একাধিক বিষয়ে পর্যবেক্ষণ করেছিল। ময়নাতদন্ত সংক্রান্ত বিষয় যেমন ছিল তেমনই ছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সেগুলির ওপর নজর রেখেই তৈরি হচ্ছে নথি।
নথিতে জোর
সূত্রের খবর সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্য সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাগুলি তুলে ধরার ওপর জোর দেওয়া হচ্ছে নথিতে।
কর্মবিরতি নিয়ে নথি
সূত্রের খবর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে সরকার কী কী পদক্ষেপ করেছে তার একটি খতিয়ান সুপ্রিম কোর্টে তুলে ধরা হতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।
কর্মবিরতির আঁচ হাসপাতালে
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আঁচ পড়তে শুরু করেছে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে। ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মৃত রোগীদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষণা করা হয়েছে।