Weather News: আবহাওয়ায় সামান্য বদল, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Published : Feb 27, 2024, 07:01 AM IST
fog rain

সংক্ষিপ্ত

দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্তিশগড়ের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই কারণে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর।

-

মঙ্গলবারের পর থেকে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বুধবার বৃষ্টি হতে পারে। তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য। 

-

বৃষ্টির পাশাপাশি বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। আগামি ৫ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও বড়সড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

-

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত মনোরম। আগামি কয়েকদিনে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং থেকে মালদহ, সমস্ত জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রারও কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। 

PREV
click me!

Recommended Stories

চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার