নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সক্রিয় হচ্ছে নিম্নচাপ। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত রয়েছে নিম্নচাপ। ক্রমশই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে আপাতত দুই দিন বৃষ্টি হবে।
নিম্নচাপের কারণে উত্তাল হবে সমুদ্র। ঝোড়ো হাওয়াও বইতে পারে। যার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে। তেমনই জানিয়েছে হাওয়া অফিস।
যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার এবং রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেসি বৃষ্টি হতে পারে।