ফের ফিরছে চটচটে গরম! বৃষ্টির দিন ফুরাল বলে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
ফের নিম্নচাপ। বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । তবে এই নিম্নচাপ খুব একটা শক্তিশালী হবে না।
রাজ্যে এখনও ১১ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই রাজ্যে।
বাংলাদেশের ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে এলেই এর জেরে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।
শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রায় সব জেলাতেই।
আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত হবে ওয়াইড স্প্রেইড রেইন।
বৃষ্টিপাতের দরুণ সামান্য হলেও কমবে বঙ্গের তাপমাত্রা। আদ্রতা থাকবে আগের মতোই।
তবে খুব বেশি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মৌসুমি বায়ু রাজ্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
সোমবার থেকে উত্তরবঙ্গেও জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।