ঝমঝমিয়ে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে! কমবে তাপমাত্রা, খুশির খবর দিল আবহাওয়া দফতর
আগামী দু-তিন ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। ঝমঝম করে বৃষ্টি নামতে পারে হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায়।
শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা করে রয়েছে জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে কলকাতাতেও।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ও বইতে পারে।
এ ছাড়া তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
রবিবারও কমবে না বৃষ্টির রেশ। কাটবে অস্বস্তি। স্বস্তির নিশ্বাস ফেলবেন দক্ষিণবঙ্গবাসী।
শনিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে।
কলকাতায় এই দুই দিন মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় সামান্য অস্বস্তিতে পড়বেন মানুষ।