তারই জেরে ২০২৫-এর এপ্রিলে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হল কলকাতা জুড়ে। কিন্তু কেন এমন বৃষ্টিপাত হল ভরা বৈশাখে।
58
আসলে বাংলাদেশে ইতিমধ্যেই কটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে অকাল বৃষ্টিপাত হচ্ছে এই বাংলাতেও।
68
মার্চের মাঝামাঝি সময়তেই গরম নিয়ে বেশ আতঙ্ক শুরু হয়েছিল বঙ্গবাসীর মনে। কিন্তু এপ্রিলের শেষে কোথায় সেই আতঙ্ক?
78
মাসের ১৫ দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে উপর দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে একেবারেই তাপমাত্রা বাড়েনি এপ্রিল মাসেও।
88
১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৪ দিনে মোট চারবার বৃষ্টি হয়েছে শহরে। এর মধ্যে শেষ তিন দিন টানা বৃষ্টির পর মাসের শেষ দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা (৩০ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের চেয়ে সাড়ে পাঁচ ডিগ্রিরও বেশি নীচে ছিল।