বৈশাখে নামল অকাল বর্ষা! এপ্রিল জুড়ে হল দফায় দফায় বৃষ্টিপাত, কেন এত বদলে গেল আবহাওয়া?

Published : May 01, 2025, 12:55 PM IST

ভরা বৈশাখেই যেন নেমে এসেছে বর্ষা। বৈশাখ পড়তেই কড়া রোদে অস্থির হচ্ছিল মানুষ। কিন্তু তারপরেই যেন একেবারে ভোল বদল।

PREV
18

ভরা বৈশাখেই যেন নেমে এসেছে বর্ষা। বৈশাখ পড়তেই কড়া রোদে অস্থির হচ্ছিল মানুষ। কিন্তু তারপরেই যেন একেবারে ভোল বদল।

28

শহরজুড়ে যেন নেমে এল বর্ষাকাল। মাত্র দেড় ঘণ্টায় প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হল শহর কলাকাতয়।

48

তারই জেরে ২০২৫-এর এপ্রিলে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হল কলকাতা জুড়ে। কিন্তু কেন এমন বৃষ্টিপাত হল ভরা বৈশাখে।

58

আসলে বাংলাদেশে ইতিমধ্যেই কটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে অকাল বৃষ্টিপাত হচ্ছে এই বাংলাতেও।

68

মার্চের মাঝামাঝি সময়তেই গরম নিয়ে বেশ আতঙ্ক শুরু হয়েছিল বঙ্গবাসীর মনে। কিন্তু এপ্রিলের শেষে কোথায় সেই আতঙ্ক?

78

মাসের ১৫ দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে উপর দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে একেবারেই তাপমাত্রা বাড়েনি এপ্রিল মাসেও।

88

১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৪ দিনে মোট চারবার বৃষ্টি হয়েছে শহরে। এর মধ্যে শেষ তিন দিন টানা বৃষ্টির পর মাসের শেষ দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা (৩০ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের চেয়ে সাড়ে পাঁচ ডিগ্রিরও বেশি নীচে ছিল।

click me!

Recommended Stories