রেহাই নেই আজও, বৃহস্পতিবার জেলায় জেলায় হবে বৃষ্টি, চলবে কাল বৈশাখীর তাণ্ডব

Published : May 01, 2025, 06:49 AM IST

Weather update : বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হতে পারে। শনিবার থেকে কমবে বৃষ্টি।

PREV
111

বুধবারের পর বৃহস্পতিবারের রেহাই নেই। আজও হবে বৃষ্টি। জানিয়ে দিল হাওয়া অফিস।

211

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ ও কাল অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারে ভাসবে বিভিন্ন জেলা। হবে তুমুল ঝড় ও বৃষ্টি।

411

আজ দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়।

511

বিভিন্ন জেলায় জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হইবে আজ। সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলোতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

611

আজ ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা আছে। সে কারণে বিভিন্ন জেলায় সতর্কতা জারি হয়েছে।

711

কলবৈশাখীর জেলে তাপমাত্রা কমতে পারে বলে আশা করছে হাওয়া অফিস। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

811

বৃহস্পতিবার তো বটেই শুক্রবারেই থাকবে এমন আবহাওয়া। ঝড় ও বৃষ্টির তান্ডব চলবে জেলায় জেলায়।

911

শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। এমনই জানাল হাওয়া অফিস।

1011

এই গরমের হাঁসফাঁস অবস্থার মধ্যে এল স্বস্তির খবর। কদিন ধরে গরমের দাবদাহে প্রায় ওষ্ঠাগত হচ্ছিল সকলেক।

1111

একই মাঝে এল স্বস্তির খবর। হচ্ছে কালবৈশাখী। আপাতত বৃহস্পতি ও শুক্রবার জেলায় জেলায় হবে তুমুল ঝড় বৃষ্টি। এতে কমবে গরম।

click me!

Recommended Stories