Raju Jha: রাজু ঝা খুনে পানাগড় থেকে গ্রেফতার অভিজিৎ মণ্ডল, আরও মাফিয়া-যোগের সন্দেহ করছে পুলিশ

গ্যাংস্টার আমন সিং জেলে বসেই কয়লা মাফিয়া রাজুকে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন কিনা, তার তদন্ত করে দেখেছেন গোয়েন্দারা।

Web Desk - ANB | Published : Apr 19, 2023 9:21 AM IST

১ এপ্রিল বর্ধমানের শক্তিগড়ে খুন হয়েছিলেন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। তাঁর খুনে এপ্রিল মাসে হল প্রথম গ্রেফতারি। খুনের ১৯ দিনের মাথায় পানাগড় থেকে প্রথম গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিজিৎ মণ্ডল।

রাজু ঝা খুনের তদন্তে ১২ সদস্যের সিট গঠন করা হয়। তদন্তকারীরা বিহাড়, ঝাড়খণ্ডে গিয়েও তল্লাশি চালিয়েছিলেন, হাজারিবাগ সংশোধনাগারে গিয়ে গ্যাংস্টার আমন সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা যায়। অবশেষে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমানের বাসিন্দা অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হল। 

গ্যাংস্টার আমন সিং জেলে বসেই কয়লা মাফিয়া রাজুকে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন কিনা, তার তদন্ত করে দেখেছেন গোয়েন্দারা। চেক করা হয় জেলের ভেতরকার সিসিটিভি ফুটেজও। তারপরেই আজ গ্রেফতার হলেন অভিজিৎ মণ্ডল। পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে এই গ্রেফতারি প্রসঙ্গে বিশেষ বিস্তারিত কিছু আপাতত জানানো হয়নি। 

আরও পড়ুন-

পটনা স্টেশনে যৌন সঙ্গমের ভিডিও দেখানোর পর ভাগলপুর স্টেশনে অশ্লীল গালাগালির বার্তা, বিহার জুড়ে ছিছিক্কার
 সবাই ভেবেছিল তিনি মৃত, অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা জয় করে ফিরলেন ২৭ বছরের বলজিৎ

প্রচণ্ড গরমের মধ্যেই চলবে বৈশাখের প্রথম সপ্তাহ, সপ্তাহান্তে আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর

Share this article
click me!