দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ! এরপর ধরা পড়তেই আত্মহত্যা করল ৬২ বছরের তৃণমূল নেতা

Published : Jul 27, 2024, 08:50 AM IST
jaipur gang rape case

সংক্ষিপ্ত

দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ! এরপর ধরা পড়তেই আত্মহত্যা করল ৬২ বছরের তৃণমূল নেতা

তৃণমূল নেতার লাগাতার ধর্ষণে গর্ভবতী ১৫ বছরের নাবালিকা। কথা প্রচার হতেই বিপত্তি, ঠেলা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন অভিযুক্ত। অভিযুক্তর বয়স ৬২ বছর সম্পর্কে নির্যাতিতার পিশেমশাই তিনি।

ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার খড়িবাড়ির রানিগঞ্জ-পানিশালা গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই স্থানীয় শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে ওই তৃণমূল নেতার ঝুলন্ত দেহ।

জানা গিয়েছে, নির্যাতিতার বাড়িতে মাঝেমধ্যেই যাতায়াত করতেন জগদীশবাবু। সম্প্রতি নির্যাতিতার মেয়েকে শারীরিক গঠনের কিছু পরিবর্তন হয়েছিল, তাই চিকিৎসকের কাছে নিয়ে যান নির্যাতিতার বাবা-মা। এরপরই জানা যায় যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে।

কিশোরীর বাবা অভিযোগ করেছেন যে গত মার্চ মাসে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেছে অভিযুক্ত। এরপর নবম শ্রেনীর ওই ছাত্রী জানায়, মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই সরকারি চাকরি পাইয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ করা হয় তাকে। ঘটনার কথা জানালে মেরে ফেলারও হুমকি দেয় অভিযু্ক্ত।

ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত জগদীশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযুক্তের নামে পকসো ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু তারপরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। খড়িবাড়ি শ্মশানের কাছ থেকে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রসঙ্গত অভিযুক্ত তৃণমূলের শিল্পী সংগঠনের অঞ্চল সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ