'রামের জন্মের আগে রামায়ণ, সার্কিটটাই পুরো কেটে গিয়েছে',বললেন সুজন।
'ঢোড়া সাপ, বিষ নেই শুধু ফোঁস ফোঁস করে', প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা বেআইনি ভাবে নিয়োগের জন্য তদ্বির করেছিল। পার্থর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী গোটা ঘটনাকে অবাস্তব বলে উল্লেখ করেছেন। 'রামের জন্মের আগে রামায়ণ, সার্কিটটাই পুরো কেটে গিয়েছে',বললেন সুজন। পাশাপাশি দলের জন্য তিনি আরও দাবি করেন যে তৃণমূল নেতারা পালা করে এই ধরণের মন্তব্য করছে। এছাড়া পার্থর মন্তব্যের বিরোধিতা করেছেন দিলীপ ঘোষও।
কী বললেন সুজন চক্রবর্তী?
পার্থ চট্টোপাধ্যায়কে ঢোড়া সাপ বলে মন্তব্য করে সুজন চক্রবর্তী বলেন,'ঢোড়া সাপ, বিষ নেই শুধু ফোঁস ফোঁস করে।' তাঁর কথায়,'পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। তিনি আজকে পুলিশের ঘেরাটোপে পুলিশের ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করলেন এবং যা যা বললেন তাঁর কোনও ঠিক ঠিকানা থাকছে না। রামের জন্মের আগে রামায়ণ। কোথাও যেন মনে হচ্ছে তার কেটে গেছে।' পাশাপাশি তিনি এও বলেন,'এটা অবশ্য খুব অস্বাভাবিকও নয়। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলে, কিন্তু দল নাকি ওঁর পাশে নেই। অথচ দল অনুব্রতর পাশে আছে। সহ্য করা যায়? ওঁ নাকি মুখ্যমমন্ত্রীর মুশকিল আসান, অথচ দূরে থাকার একটা চেষ্টা করা হচ্ছে। তাছাড়া বন্ধু-বান্ধব বা বান্ধবীদের সঙ্গে দেখা হচ্ছে না ফলে চূড়ান্ত হতাশার থেকেই আজ কতগুলো কথা ওঁ বলেছে।'
কী বললেন দিলীপ ঘোষ?
পার্থ চট্টোপাধ্যায়ের দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্যের জবাবে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,'পার্থবাবু আমার নামও নিয়েছেন দেখলাম। উনি ২০১০, ২০১১, ২০১২ সালের কথা বলছেন। দিলীপ ঘোষকে তখন কেউ চিনতো না। আমি তখন রাজনীতিতেও ছিলাম না। আমার সঙ্গে পার্থবাবুর পরিচয়ই হয় ২০১৬ সালে। তারপরেও যদি উনি প্রমাণ করতে পারেন যে আমি আমার পরিচিত বা পরিবারের কারোর জন্য তদ্বির করেছি তবে ওঁর বদলে আমি জেলে যাব।' পাশাপাশি তিনি আরও বলেন,'জেলে থাকছেন তো মাথার ঠিক নেই। যাঁর চারজন বান্ধবী এবং সাড়ে তিনশো কোটি টাকা কামানোর পর তিনি বলছে তিনি বলেছিলেন করতে পারব না, এটা অন্যায়। একথা কেউ বিশ্বাস করবে?' পাশাপাশি কুণাল ঘোষের টুইট প্রসঙ্গে তিনি বলেন,'পুরোটাই চক্রান্ত মনে হচ্ছে। প্রথমে একজন টুইট করছেন তারপর আর একজন বক্তব্য রাখছেন, পুরোটাই পূর্ব পরিকল্পিত। এই করে বাঁচতে পারবে না।'
পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি তিন নেতার নাম করে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। সরাসরি সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বললেন,'যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা আজ বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯-১০ সালের সিএজি রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে। কারণ আমি স্পষ্ট বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই।' এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন,'ও বড় বড় কথা বলছে। শুভেন্দুর ২০১১-২০১২ সালটা খুঁজে দেখুন। ও ডিপিএস নিয়ে কী অবস্থা করেছে দেখুন।' পাশাপাশি নিজের অবস্থান পরিষ্কার করতে পার্থ বলেন,'জন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা সমস্ত জায়গায় চাকরির জন্য তদ্বির করেছেন। আমি বলেছিলাম এবিষয় কোনও সাহায্য করা তো দূরের কথা আমি কোনও বেআইনি কাজ করতে পারব না।'
আরও পড়ুন -
চাকরির জন্য তদ্বির করেছিলেন সুজন, দিলীপ, শুভেন্দু! বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের