"ভয় দেখিয়ে ওনাকে কেউ কথাগুলো বলিয়েছে" সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে কী বললেন রেখা?

Published : May 05, 2024, 02:42 PM IST
Rekha open up about Sandesh Khali viral video

সংক্ষিপ্ত

ই অভিযোগ একেবারেই "তৃণমূলের চক্রান্ত" বলে দাবি করেছেন রেখা

শনিবার সকালে ভাইরাল হয়েছে সন্দেশখালির একটি বিজেপি নেতার ভিডিও। ভিডিওটিতে চাঞ্চল্যকর দাবি করেছেন ওই বিজেপি নেতা। "সন্দেশ খালির পুরো ঘটনা সাজান,মহিলাদের ধর্ষণের ঘটনাও সম্পূর্ণ মিথ্যে" বলে দাবি করা হয়েছে ভিডিওটিতে।

এমনকী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে বলে জানান ওই বিজেপি নেতা। এই প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। সন্দেশখালিতে রেখা পাত্রের ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজান বলেই দাবি করেছেন, গঙ্গাধর। " এদের ব্রেইন ওয়াশ করা হয়েছে, শুভন্দু অধিকারী টাকা ও ফোন দিয়ে সাহায্য করেছিলেন" বলে দাবি তাঁর। যদিও সেই অভিযোগ একেবারেই মেনে নিতে রাজি নয় বিজেপির প্রার্থী রেখা পাত্র।

এই অভিযোগ একেবারেই "তৃণমূলের চক্রান্ত" বলে দাবি করেছেন রেখা। তিনি জানিয়েছেন " সংগঠনের সভাপতি এমন বলতে পারেন না। হয়তো ভয় দেখিয়ে ওনাকে কেউ কথাগুলো বলিয়েছে"।

এমনকী এই ভিডিও নিয়ে মুখ খুলেছেন গঙ্গাধরও। তাঁর মুখে এই কথা বসিয়ে ভিডিও করা হয়েছে বলে দাবি করেছেন গঙ্গাধর। এমনকী এই ঘটনার জন্য সিবিআই তদন্তেরও দাবি করেছেন গঙ্গাধর।

এই বিষয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নদিয়ার চাকদহের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি অনেকদিন ধরেই বলছিলাম এটা সাজান পরিকল্পনা, এবার ফাঁস হল।”

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান