সাবধান! সর্বনাশী ঝড়ের তাণ্ডবে তোলপাড় হতে পারে বঙ্গ? বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা
সাবধান! সর্বনাশী ঝড়ের তাণ্ডবে তোলপাড় হতে পারে বঙ্গ? বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা
Anulekha Kar | Published : May 26, 2024 9:16 AM IST / Updated: May 26 2024, 07:51 PM IST
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
মধ্যরাতেই আছড়ে পড়তে পারে রিমল। ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঝড়।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
আইএমডি-র তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় ৬ কিমি বেগে ধেয়ে আসছে রেমাল।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
সমূদ্রের উপরে যতক্ষণ থাকবে ততই এই ঝড়ের গতিবেগ বাড়বে। তবে বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
শুক্রবার পর্যন্ত জানা গিয়েছিল যে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি ল্যান্ডফল হতে পারে রেমাল। তবে এই ঝড়ের ল্যান্ডফলের জায়গা বদলে গিয়েছে বলে জানা গিয়েছে।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
আইএমডি-র তথ্য অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে সাইক্লোন রেমাল-এর ল্যান্ডফল।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
ল্যান্ডফলের জেরে ১১০ থেকে ১২০ কিমি বেগে ঝড় বইতে পারে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায়।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
এ ছাড়াও শহর কলকাতায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে গড়ে ৯০ কিমি বেগে ঝড় বইতে পারে।
বদলে গেল রেমালের ল্যান্ডফলের জায়গা!
রেমালের বিপদ থেকে মানুষকে বাঁচাতে ইতিমধ্যেই বিশেষ কন্ট্রোল রুম তৈরি করেছে কলকাতা পুলিশ।