আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবারও উঠল জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গ। প্রতিক্রিয়া দিয়েছে সুপ্রিম কোর্ট। পাল্টা পরবর্তী পদক্ষেপের জন্য আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জনিয়েছে তারা।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে এদিনও উঠল জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে।
210
নালিশ রাজ্যের
সুপ্রিম কোর্টে শুনানিতে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন রাজ্যের আইনজীবী। তারা পুরোপুরি পরিষেবা শুরু করেনি বলেও অভিযোগ করা হয়।
310
রাজ্যের আইনজীবীর দাবি
রাজ্যের আইনজীবী জানান, শুধুমাত্র ডাক্তারেরা জরুরি পরিষেবা দিচ্ছেন। আইপিডি ও ওপিডিতে কাজ করছেন না।
410
পাল্টা সওয়াল
জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এই দাবি সত্য নয়। প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। সব চিকিৎসকেরা সব পরিষেবায় যুক্ত হয়েছেন কি না, জানতে চান প্রধান বিচারপতি
510
রোগী মৃত্যুর অভিযোগ
রাজ্যের আইনীজীবী বলেন, এক রোগীর মৃত্যু হয়েছে। বেড না দেওয়ার জন্য। কোনও ডাক্তার চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। কিন্তু আইনজীবী করুণা নন্দী বলেন,তথ্য ঠিক নয়।
610
ইন্দিরা জয়সিং-এর দাবি
জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, ওপিডি, আইপিডি-সহ সব ধরনের প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। প্রধান বিচারপতি জানান, বিষয়টি তাঁরা নথিবদ্ধ রাখছেন।
710
প্রধান বিচারপতির মন্তব্য
এই সওয়াল জবাবের পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা।
810
জুনিয়র ডাক্তারদের বক্তব্য
সুপ্রিম কোর্টের মন্তব্য তাঁরা জানেন। পরবর্তী সিদ্ধান্ত নিজেদের মধ্যে বৈঠক করেই তাঁরা নেবেন।
910
জুনিয়র ডাক্তারদের বক্তব্য
সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিলিপি হাতে পাওয়ার পরই আলোচনায় বসবেন। তারপরই হবে সিদ্ধান্ত।
1010
রাজ্যের পদক্ষেপ সম্পর্কে মন্তব্য
জুনিয়র ডাক্তারদের আস্থা এবং ভরসা অর্জনের জন্য যে পদক্ষেপগুলি নেওয়ার কথা বলা হয়েছিল, তাঁর অধিকাংশই এখনও বাস্তবায়িত করেনি রাজ্য। সিসিটিভি বসান হলেও তা সেগুলিতে নজরদারি চালানোর জন্য কাউকে নিয়োগ করা হয়নি।