আরজি কর হত্যাকাণ্ডে খুনের মোটিভ এখনও অজানা। স্বাস্থ্য দফতরের একটি অর্ডার নিয়ে সন্দেহ তুলেছে সার্ভিস ডক্টর্স ফোরাম। অর্ডারে থা তিন চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
Saborni Mitra | Published : Sep 6, 2024 12:13 PM IST
আরজি কর হত্যাকাণ্ড
আরজি কর হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত খুনের মোটিভ বার করতে পারেনি সিবিআই। পাশাপাশি কে বা কারা এই হত্যাকাণ্ডে যুক্ত তাও স্পষ্ট নয়।
উঠছে অনেক নাম
আরজি কর হত্যাকাণ্ডে উঠছে অনেকগুলি নাম। ইতিমধ্যেই জেরার পাশাপাশি ৮ জনের পলিগ্রাফ টেস্ট। কিন্তু তাও কয়েকজন চিকিৎসকরের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সন্দেহের তালিকায় স্বাস্থ্য দফতরের অর্ডার
স্বাস্থ্য দফতরের জারি করা একটি অর্ডারের মধ্য়েই লুকিয়ে রয়েছে আরজি কর কাণ্ডের আসল রহস্য। দাবি করছে সার্ভিস ডক্টর্স ফোরাম
সন্দেহভাজন তিন
ডক্টর্স ফোরামের তরফে দাবি করা হয়েছে স্বাস্থ্য দফতরের নোটিশে যে তিন চিকিৎসকের নাম রয়েছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই রহস্য উদঘাটন হবে।
সন্দেহভাজন ৩ ডাক্তার
ফোরামের দাবি অনুযায়ী সন্দেহের তীর রয়েছে তিন ডাক্তারের দিকে। তারা হলেন সৌপ্তিক রায়, অভীক দে ও সৌরভ পাল । ইতিমধ্যেই অভীক দের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রশ্ন ফোরামের
অর্ডারে সৌপ্তিক রায়, অভীক দে ও সৌরভ পাল নামে তিন চিকিৎসককে স্বাধীনতা দিবসের প্যারেডের রিহার্সালের জন্য আরজি কর হয়ে এসএসকেএমে আসতে বলা হয়। এই অর্ডারের বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছে সার্ভিস ডক্টরস ফোরাম।
অসঙ্গতি ১
আগের তিন দিন এই চিন চিকিৎসক পড়ুয়াকে সাড়ে সাতটা আসতে বলা হলেও আরজি করে যেদিন খুনের ঘটনা ঘটে সেদিন ভোর সাড়ে পাঁচটায় আসতে বলা হয়েছিল। কারণ কী
অসঙ্গতি ২
তিন চিকিৎসক পড়ুয়া আরজি কর হাসপাতালে কাদের রিপোর্টিং করবেন তাও স্পষ্ট করে বলা হয়নি। অর্ডারের কপিতে রয়েছে অসঙ্গতি
অসঙ্গতি ৩
স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়া হয় এসএসকেএম হাসপতালে। কিন্ত সেখানে সরাসরি যেতে না বলে কেন তাদের আরজি ঘুরে যাওয়ার নির্দেশ দেওয়া হল- এই প্রশ্নের উত্তর অধরা।
ফোরামের দাবি
সার্ভিস ডক্টর্স ফোরামের দাবি অর্ডারের কপি রয়েছে তাদের হাতে। তা তারা সিবিআইকে তুলে দিতে চায়। পাশাপাশি রাজ্যপালের কাছেও পাঠাবে শনিবার। তিন ডাক্তার পড়ুয়া ও অর্ডারে যাদের যাদের সই রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের আর্জি জানাবেন বলেও সূত্রের খবর।