'শিরদাঁড়া এমন বাঁকানো হবে যে, সোজা হয়ে আর চলতে পারবেন না' হুঁশিয়ারি তৃণমূল নেতা উদয়নের

ভোটপ্রচারের শুরুতে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

Subhankar Das | Published : Oct 18, 2024 3:36 PM IST

ভোটপ্রচারের শুরুতে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

এবার তাঁর হুঁশিয়ারি, “যারা যারা শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জবাব দেওয়া হবে ভোটে।” ওদিকে বিরোধী শিবিরের বক্তব্য, “এটাই হচ্ছে থ্রেট কালচার”। বারবার বিতর্কিত মন্তব্য করেও কীভাবে মন্ত্রী তাঁর দলের কাছ থেকে পার পেয়ে পান, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা।

Latest Videos

প্রসঙ্গত, দিনহাটা বিধানসভার উপনির্বাচনে মাত্র এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড গড়তে পারেননি উদয়ন গুহ। মোট ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের ওই প্রার্থী। উদয়নের প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৮৮ হাজারের বেশি। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পান ২৫ হাজারের কিছু বেশি ভোট।

এদিকে সিতাই বিধানসভা উপনির্বাচনে সর্বভারতীয় রেকর্ড করার জন্য দলের নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা। শুক্রবার তিনি জানান, ‘‘আমরা আজ থেকেই ভোটের প্রচার শুরু করে দেব। আমরা অপেক্ষা করে আছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন আমাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন। যিনিই প্রার্থী হোন, আমরা তাঁকে জেতাতে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব।”

তিনি আরও যোগ করেন, “আমি যখন উপনির্বাচনে লড়েছিলাম, তখন এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড গড়তে পারিনি। তবে এবার সেটা টপকে আমরাই রেকর্ড করব বলে আশা করছি।”

আর এরপরেই তাঁর হুঁশিয়ারি, “সে রামই হোক আর বামই হোক কিংবা অন্য কোনও রাজনৈতিক দল, যারা শিরদাঁড়ার ব্যবসা করছেন এবং শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমন ভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আগামী দিনে বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে তাদের চলতে হবে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘আজ যত অপরাধ ঘটছে সব শাসক দলের আশীর্বাদে’ ডাক্তারদের বিস্ফোরক মন্তব্য শাসক দলের বিরুদ্ধে!
কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের, দেখুন কী বললেন চিকিৎসক | Narayan Banerjee meet Kunal
Shantipur-এ জমি মাফিয়ার দৌরাত্ম! সঙ্গে পুলিশের হুমকি! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা! | Shantipur News
রাতের অন্ধকারে Hazarduari লুঠ! উধাও হচ্ছে দুর্লভ প্রত্নসামগ্রী! নবাব পরিবারের তীব্র বিক্ষোভ! দেখুন
'সেদিন যদি বুদ্ধবাবু মমতাকে মেরে তাড়াতেন তাহলে বাংলার সর্বনাশ হত না' সিঙ্গুরে গিয়ে আক্ষেপ শুভেন্দুর