'আমি ওঁকে বেশি টাকা দেব', মদন মিত্রকে একহাত নিলেন আরজি করের নির্যাতিতার পরিবার

আরজি করের নির্যাতিতার বাবা বলেছেন, উনি তৃণমূলের নামকরা নেতা। যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি দেব

 

আর চুপ করে বসে থাকলেন না নির্যাতিতার পরিবার (RG Kar victim's family)। মদন মিত্রের (Madan Mitra) 'ক্ষতিপুরণ চাইছেন?' এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন নির্যাতিতার বাবা। পাশাপাশি সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসি নিয়ে নিজেদের অবস্থানে অনড়ে থাকলেন। এদিন নির্যাতিতার বাবা ও মা স্পষ্ট করে দিয়েছেন, 'আমি ওঁকে টাকা দেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন।'

এদিন নির্যাতিতার বাবা বলেছেন, 'উনি তৃণমূলের নামকরা নেতা। যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি দেব। আমার মেয়েকে উনি ফিরিয়ে দিন।' তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, 'প্রথম দিন থেকেই টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। ডিসি নর্থ সরকারি কর্মচারি য়ে নিজে আসছেন টাকা দিতে। আজ উনি প্রকাশ্যে বলছেন। আজ আমি বলছি যত টাকা দিয়ে উনি দিয়ে আমায় কিনতে চান, তার থেকে বেশি টাকা আমি ওঁকে দেব। উনি আমার মেয়েকে ফেরত দিন।'

Latest Videos

কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র আরজি করের নির্যাতিতার জন্য সহানুভূতি জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্যাতিতার পরিবারকেও কটাক্ষ করেছেন। মদন মিত্র বলেছেন, 'তিলোত্তমার জন্য আমরাও চোখের জল ফেলেছি। আমি মদন মিত্র নিজেও মোমবাতি মিছিল করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথমে তিলোত্তমার মা-বাবা বললেন ফাঁসি চাই। তারপর বললেন, কলকাতা পুলিশ যথেষ্ট নয়। সিবিআই চাই। সেটা হল। সিবিআই আড়াই তিন মাস রগরালো। কলকাতা পুলিশ যা তদন্ত করেছে সিবিআই তাই করল। এরপর কোর্ট বলল এটা বিরল থেকে বিরলতম কেস নয়। তাই ফাঁসি হতে পারে না। এর কোনওটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত নয়।' তারপরই মদন মিত্র বলেন, 'তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? ওরা কিছু চাই না বলেছেন। রাতারাতি প্রতিদিন কথা বদলে যাচ্ছে। বিজেপি-সিপিএম-এর মতো কথা ওদের মুখে তোতাপাখির বুলি। তাহলে কি ক্ষতিপূরণ চান? সেটা মুখে বলুন। একটা বাচ্চা মেয়ের ষোলো কোটি টাকা লাগবে ইঞ্জেকশনের। ইতিমধ্যে সাত কোটি উঠেছে। একশো চল্লিশ কোটি দেশের লোক আছেন তাঁরা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়-নরেন্দ্র মোদী দেবেন। আপনারা পরিষ্কার করে যদি না বলেন কী চান হবে কী ভাবে?' তবে এখানেই থেকে থাকেননি মদন মিত্র। তিনি আরও বলেছেন, 'আমি ওদের বলেছি মেয়ের ক্ষতিপূরণে টাকা লাগবে? সেটা পরিষ্কার করে বলুন। এমনিতেই কয়েকশো কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে। আপনারা চাইলে এই মুহূর্তে হাজার-হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি চান ওই টাকা দিয়ে মেয়ের নামে ভাল কাজ করবেন। তাহলে করতে হবে।'

নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টে গিয়ে জানিয়েছিলেন তাঁরা সঞ্জয় রায়ের ফাঁসি চান না বলেও স্পষ্ট করে দিয়েছিলেন। তারপর থেকেই রাজ্যের শাসক দলের নেতারা নির্যাতিতার পরিবারকে নিশানা করেছে। তালিকায় রয়েছে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ও মদন মিত্র।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চরম ভোগান্তি! মহাকুম্ভে ভিড় চরমে, প্রয়াগরাজে গাড়ির লম্বা লাইন | Mahakumbh 2025 | Prayagraj
'চামচাগিরি বেশিদিন চলবে না, শুভেন্দুকে ভয় পেয়েছে ওরা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | BJP MLA
"গণতন্ত্র বিরোধী সরকার আর নেই দরকার", স্লোগান তুলে বিধানসভার সিঁড়িতে ধরনা শুভেন্দুদের
মুখোমুখি এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক, কী বললেন তিনি? | Mountaineer Piyali Basak
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News