মোদীর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে রেখার ঘোষণা, 'এই বোন ২ হাজার টাকায় বিক্রি হবে না- পাশে থাকবে'
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, 'আপনাদের বোন ২ হাজার টাকায় বিক্রি হবে না।'
Saborni Mitra | Published : May 28, 2024 12:53 PM IST
জনসভা থেকে রেখা পাত্র বলেন, বিজেপি তাঁর পরিবার। তিনি আরও বলেন, 'আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। আপনাদের এই বোনকে কালিমা লিপ্ত করা হয়েছে। এই বোন ২ হাজার টাকায় বিক্রি হয়নি। হবেও না।'
সঙ্গে থাকার বার্তা
এদিন রেখা বলেন, 'আপনাদের এই বোন সঙ্গে আছে , সঙ্গে থাকবে। প্রধানমন্ত্রী মোদীজিকে ফেরত আনব, এই গ্যারান্টি আজ সভা থেকেই করলাম।'
তৃণমূলকে জবাব
সন্দেশখালির কাণ্ডের সময়ই রেখার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। এদিন প্রচার মঞ্চ থেকে তারও জাবাব দেন রেখা । তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পোষা দুষ্টু ছেলেরা যাতে কারও বাড়িতে ঢুকতে না পারে , কারও জমি দখল করতে না পারে তার জন্য আমি সবসময়ই থাকবে। তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন।
মোদীজিকে উপহার...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিরহাট উপহার হিসেবে দেওয়ার কথাও বলেন রেখা।
মোদীর শক্তিস্বরূপা রেখা
প্রার্থী হিসেবে ঘোষণার পরই রেখাকে শক্তিস্বরূপা হিসেবে ঘোষণা করেছিলেন মোদী। তিনি বলেছিলেন, 'রেখাজি আপনি এত বড় লড়াই লড়ছেন। আপনি একজন শক্তিস্বরূপা। আপনি শক্তিশালী লোককে জেলে পাঠিয়েছেন।'
রেখার প্রশংসায় মোদী
রেখা পাত্রর প্রশংসা করে বলেন, 'বসিরহাটের প্রার্থী রেখা কত সুন্দর ভাষণ দিয়েছেন। তৃণমূলের এমন কোনও নেতা নেই। এক জন গরিবের মেয়েদে সংসদে পাঠাতে বিজেপি কী ভাবে এত বড় পদক্ষেপ করল, তা দেশবাসী দেখেছেন। '
রেখা পুজারি
রেখা নারী শক্তির প্রতিনিধিত্ব করছেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। তিনি রেখার সাহসকে কুর্নিশ জানিয়েছেন। তিনি আরও বলেন, রেখাকে দেখলেই মনে হয় মা দুর্গার পুজারী। শাহজাহানদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাই রেখার লড়াই করা আর জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, 'তৃণমূল মাকে ভয় দেখিয়েছে। তাই বাহাদুর বেটি রেখাতে জেতাতে হবে।'
মোদীর বার্তা
এদিনে জনসভা থেকে মোদী মতুয়াদের কুর্নিশ জানিয়েছেন। বলেছেন, 'আপনাদের নাগরিকত্ব পেরে কেউ বাধা দিতে পারবে না। কাজ শুরু হয়ে গিয়েছে। সংবিধান এ অধিকার দিয়েছে। তৃণমূল কেন , কোনও শক্তি পারবে না মোদীর সংকল্পকে নড়াতে।'