গ্রেফতার সন্দীপ ঘোষ! সাত সকালে আগুন নিজাম প্যালেসে, কোনও মতে পরিস্থিতি সামাল দিল দমকল

Published : Sep 03, 2024, 01:07 PM ISTUpdated : Sep 03, 2024, 01:08 PM IST
state questioned Sandeep Ghosh role in the first hearing of the RG Kar Hospital case bsm

সংক্ষিপ্ত

গ্রেফতার সন্দীপ ঘোষ! সাত সকালে আগুন নিজাম প্যালেসে, কোনও মতে পরিস্থিতি সামাল দিল দমকল

আরজিকর কাণ্ড নিয়ে এখনও তোলপাড় রাজ্য। গতকাল আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর মাঝেই ফের আগুন! হঠাৎ আগুন লাগল নিজাম প্যালেসের ৬ তলায়।

মঙ্গলবার সকাল ১০ নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ তলায় হঠাৎই আগুন লাগে। খবর পাওয়া মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারিদিকে। পরে ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।

গ্রেফতারির পর এখনও নিজাম প্যালেসেই রাখা হয়েছে সন্দীপ ঘোষ-সহ আরও ৩ অভিযুক্তকে। এরপর মঙ্গলবার সকালে হঠাৎই আগুন লেগে যায় নিজাম প্যালেসের ৬ তলায়। হঠাৎই কর্মী আবাসনের ৬ তলার ১ টি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। একটি টিভিতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করছে পুলিশ। পরে দমকল পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

PREV
click me!

Recommended Stories

'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার
Suvendu Adhikari: ‘গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন না উনি!’ মমতাকে চরম ধুয়ে দিলেন শুভেন্দু