DA মামলা এবার সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে! মহার্ঘ ভাতা নিয়ে আরও আশা বাড়ছে সরকারি কর্মীদের
DA Case in Suprme Court: আগামী ২৫ মার্চ সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা (DA or dearness allowance case )। সেই দিন নতুন বেঞ্চে উঠবে এই মমলা।
আগামী ২৫ মার্চ সুপ্রিম কোর্টে উঠছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। সেই দিন নতুন বেঞ্চে উঠবে এই মমলা।
212
কজ লিস্ট প্রকাশ
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানেই রয়েছে মামলার সিরিয়াল নম্বর আর বেঞ্চের কথা।
312
ডিএ মামলার সিরিয়াল নম্বর
২৫ মার্চ সুপ্রিম কোর্টে ওঠার কথা ডিএ মামলা। সেই দিনের তালিকায় মামলাটি রয়েছে ৪৪ নম্বরে।
412
কোর্ট রুম
কজ লিস্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের ১৬ নম্বর ঘরে উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি।
512
নতুন বেঞ্চে ডিএ মামলা
এবার নতুন বেঞ্চে হবে ডিএ মামলা। শেষবার ডিএ মামলা শুনেছিলেন প্রাক্তন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এসএন ভাট্টির বেঞ্চ। ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন গত ৩১ জানুয়ারি। আর ডিএ মামলা শুনানির জন্য শেষবার উঠেছিল ১৬ জানুয়ারি।
রাজ্যের সরকারি কর্মীদের আশা এবারই হতে পারে ডিএ মামলার নিষ্পত্তি। কারণ এবার ডিএ মামলা ক্রমতালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে।
812
আইনজীবীদের বক্তব্য
ডিএ মামলায় রাজ্যের সরকারি ক্রমীদের আইনজীবীদের বক্তব্য, ডিএ মামলার শুনানি হলেই মামলার নিষ্পত্তি হতে বেশি সময় লাগবে না। দ্রুতই রায়দান হয়ে যাবে।
912
মামলর কারণ
রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ পাওয়ার দাবিতেই মামলা করেছেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে গত আড়াই বছর ধরে। হাইকোর্টে জয়ী হয়েছিলেন সরকারি কর্মীরা।
1012
রাজ্যের চ্যালেঞ্জ
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
1112
রাজ্য সরকারি কর্মীদের লড়াই
ডিএ-র দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীরা আন্দোলনও করছেন রাস্তায় নেমে। ধর্না অবস্থান বিক্ষোভও চালিয়ে যাচ্ছেন তাঁরা।
1212
মামলা পিছিয়েছে
সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়ে গেছে ডিএ মামলা। তবে এবার শুনানির বিষয়ে বিশেষ আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।