
West Bengal Teacher Recruitment Exam 2025: রবিবার স্কুল সার্ভিস কমিশনের (West Bengal School Service Commission) পরীক্ষা চলাকালীন কেউ প্রশ্নপত্রের ছবি তোলার সুযোগ পাবেন না। কারণ, কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে ঢুকতে পারবেন না। সব পরীক্ষার্থীকেই ভেন্যু ইনচার্জের কাছে মোবাইল ফোন জমা রাখতে হবে। এরপরেও কেউ যদি নজরদারদের ফাঁকি দিয়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ঢোকেন এবং প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে কাউকে পাঠানোর চেষ্টা করেন, তাহলে সে কথা জানতে পেরে যাবেন এসএসসি আধিকারিকরা। প্রশ্নপত্রে সিকিওরিটি ফিচার থাকবে। কেউ যদি প্রশ্নপত্রের ছবি তোলেন, তা সঙ্গে সঙ্গে জানা যাবে। কারণ, প্রশ্নপত্রে সিকিওরিটি ফিচার থাকবে। এর ফলে কেউ ছবি তুললেই এসএসসি আধিকারিকদের কাছে খবর পৌঁছে যাবে। সব পরীক্ষার্থীর প্রশ্নপত্র, ওএমআর শিটে আলাদা সিকিওরিটি ফিচার থাকবে।
দীর্ঘদিন পর রাজ্যে এসএসসি পরীক্ষা হচ্ছে। রবিবার নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষা ঘিরে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শনিবার সাংবাদিক বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, মোট পরীক্ষার্থী ৫ লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে রবিবার পরীক্ষা দেবেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। আগামী রবিবার, ১৪ সেপ্টেম্বর ২ লক্ষ ৪৬ হাজার জন প্রার্থী পরীক্ষা দেবেন। রবিবার মোট পরীক্ষা কেন্দ্র ৬৩৬। আগামী রবিবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪৭৮। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, পরীক্ষার্থীদের হলে ঢোকার আগে তল্লাশি করা হবে। সবাইকে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডে স্ক্যানার থাকবে। ফলে এই অ্যাডমিট কার্ড আসল কি না, সেটা বোঝা যাবে।
এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, বেলা ১২টার পর কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। রবিবার সকাল ৮টা থেকে এসএসসি-র কন্ট্রোল রুম কাজ শুরু করবে। সব পরীক্ষার্থীকে ওএমআর শিটে এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করতেই হবে। না হলে সেই ওএমআর শিট বাতিল করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।