Hooghly: বন্ধ ঘর থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ, তীব্র চাঞ্চল্য হুগলিতে

Published : Sep 06, 2025, 01:28 PM IST
dead body

সংক্ষিপ্ত

Hooghly News: বন্ধ ঘর থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly News: শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার। মৃতের নাম দীপশিখা গোস্বামী(২৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের ৫ তলার বন্ধ ঘর থেকে ওই মহিলার পচাগলা মৃত দেহ উদ্ধার। 

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা দীপশিখা গোস্বামী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তবে ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। পরিবার বলতে এক দিদি রয়েছে তার উত্তর পাড়ায় বিয়ে হয়েছে। বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। কীভাবে মৃত্যু হল ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য উপস্থিত হন।তিনি জানান,যুবতী একাই থাকতেন।গত মঙ্গলবার পুরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গুর খোঁজ নিতে এই আবাসনে এসেছিল।তখন দরজা নক করেও উনার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। আজকে আবার সনের অন্য বাসিন্দারা কটু বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। যুবতীর দিদিকেও ডাকা হয় তার সামনেই দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয় ডিউটি বাথরুমের মধ্যে পড়েছিল।

অন্যদিকে, উৎসবের মরশুম শুরুর আগেই কলকাতায় হদিশ মিলল বড়সড় জালনোট পাচার চক্রের। সেই সঙ্গে পুলিশি অভিযানে গ্রেফতার ওই চক্রের একজন। ধৃতের কাছ থেকে মিলেছে কয়েক লক্ষ টাকার জাল পাঁচশো টাকার নোটের বান্ডিল। ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব মজুমদার। সে হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, পুলিশি অভিযানে ধৃতের কাছ থেকে মিলেছে মোট ২৫ লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় সঞ্জীব মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এত বিপুল জাল টাকা সে কোথা থেকে পেল? এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে তদন্তকারী পুলিশ অফিসাররা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন