
Ac Local Train News: গরমে ঘেমেনেয়ে অফিসকাছাড়ি যাওয়ার দিন শেষ। এবার মেট্রোর মতোই এসি ট্রেনে করে খুব সহজেই পৌঁছতেই পারবেন গন্তব্যে। জানা গিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা। এর জন্য রেলের তরফে রানাঘাটে এক বিশেষ ট্যুরের আয়োজন করা হয়। যেখানে নতুন এসি ইএমইউ (EMU) লোকাল ট্রেনের অত্যাধুনিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়। সেখানে প্রদর্শন করা হয় বিশ্বমানের নানা সুযোগ-সুবিধা সমৃদ্ধ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন।
এই নতুন এসি ইএমইউ রেকে রয়েছে স্টেইনলেস স্টিল বডির ১২টি কোচ, যা যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সুরক্ষিত যাত্রা নিশ্চিত করবে। প্রশস্ত ইন্টেরিয়র, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযুক্ত ভেস্টিবিউল, ১১২৬ আসনের ব্যবস্থা, সম্পূর্ণ সিসিটিভি নজরদারি এবং জরুরি অবস্থায় চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগের জন্য টক-ব্যাক সুইচ—সব মিলিয়ে এটি এক আধুনিক লোকাল ট্রেনের উদাহরণ।
প্রতিটি কোচে রয়েছে জিপিএস-সক্ষম এলইডি ডিসপ্লে ও ঘোষণার ব্যবস্থা, ডাবল-সিলড গ্লাস জানালা থেকে প্যানোরামিক ভিউ, এবং স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা যা কেবল গন্তব্য স্টেশনে পৌঁছলে খোলা হবে। ভাড়া রাখা হয়েছে নাগালের মধ্যে—পুরো রুটে মাত্র ১২০ টাকা, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা।
ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে চলবে এবং মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটে সিয়ালদহ-রানাঘাট দূরত্ব অতিক্রম করবে। কম সংখ্যক স্টপেজ থাকায় এটি হবে এক প্রিমিয়াম গ্যালপিং পরিষেবা। অফিসযাত্রী, স্কুলপড়ুয়া, ব্যবসায়ী এবং অন্যান্য পেশাজীবীদের জন্য থাকছে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক টিকিটের সুবিধা।
রবিবার (১০.০৮.২০২৫) শিয়ালদহ থেকে হবে উদ্বোধনী যাত্রা এবং সোমবার (১১.০৮.২০২৫) রানাঘাট থেকে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা। পূর্ব রেল আশা করছে, এই এসি লোকাল ট্রেন শহরতলির যাত্রা পরিষেবায় এক নতুন মাত্রা যোগ করবে।
অন্যদিকে, আগেই ঘোষণা করা হয়েছিল যে, চলতি মাসের ১০ অগাস্ট থেকে শুরু হতে পারে এসি লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেন।। রানাঘাট থেকে সকালবেলা অফিস টাইমে এই ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে এবং শিয়ালদহ থেকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এই এসি লোকাল ট্রেন। মূলত যে টাইমে সবথেকে বেশি ভিড় থাকে সেই সময় চলবে এই এসি লোকাল ট্রেন। এই পরিষেবার শুরুর দিন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ একাধিক সাংসদরা। খবর রেলওয়ে সূত্রে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।