নবান্ন অভিযানেই রাখিবন্ধন, বাংলার মা-বোনদের রক্ষার শপথ আন্দোলনকারীদের

Published : Aug 09, 2025, 03:30 PM ISTUpdated : Aug 09, 2025, 03:37 PM IST
Rakhi

সংক্ষিপ্ত

Nabanna Abhijan: শনিবার রাখিবন্ধনের (Rakhibandhan) দিনেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। হাওড়ার (Howrah) সাঁতরাগাছি (Santragachhi) স্টেশনে জমায়েতেই একে অপরকে রাখি পরিয়ে দিলেন আন্দোলনকারীরা।

DID YOU KNOW ?
নবান্ন অভিযান ধুন্ধুমার
শনিবার নবান্ন অভিযান ঘিরে উত্তাল হয়ে উঠল হাওড়ার সাঁতরাগাছি ও কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ।

Nabanna Abhijan 2025: একদিকে আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Rape and Murder) ঘটনার এক বছর পরেও সুবিচার না পাওয়ার অভিযোগ, অন্যদিকে বাঙালির বিশেষ উৎসব রাখিবন্ধন। শনিবার হাওড়ার (Howrah) সাঁতরাগাছিতে (Santragachhi) এই দুইয়ের মেলবন্ধন দেখা গেল। নবান্ন অভিযান (Nabanna Abhijan) উপলক্ষে এদিন সকাল থেকেই সাঁতরাগাছি স্টেশনের বাইরে জমায়েত হয়। 'সনাতন প্রহরী হাওড়া' সংগঠনের পক্ষ থেকে সাঁতরাগাছি স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে শিবির করা হয়। সেখানে আন্দোলনকারী ও সাধারণ মানুষের জন্য পানীয় জল ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই দেখা গেল আন্দোলনকারীরা একে অপরের হাতে রাখি বেঁধে দিচ্ছেন। রাখিবন্ধনের মাধ্যমেই মা-বোনদের সুরক্ষিত রাখার শপথ নিলেন আন্দোলনকারীরা।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ আন্দোলনকারীদের

ঠিক এক বছর আগে আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছিল। তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছেন। সে কথা উল্লেখ করেই এদিন গর্জে ওঠেন আন্দোলনকারীরা। এক মহিলা বলেন, 'আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রত্যেকদিন কত অভয়ার ধর্ষণ হচ্ছে। কিন্তু তার বিচার হচ্ছে না। তাই আমরা মহিলারা প্রতিবাদ করছি। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।' নবান্ন অভিযানে যোগ দেওয়া অপর এক মহিলা বলেন, 'রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই। যদি মহিলাদের সুরক্ষা থাকত, তাহলে আজ এই ঘটনা ঘটত না। শুধু আর জি করই নয়, কসবা ল কলেজ, সন্দেশখালি, হাঁসখালির ঘটনা দেখুন। রোজই দেখুন ধর্ষণ হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও কেন এসব হচ্ছে?'

পুলিশকে তোপ আন্দোলনকারীদের

সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়েতে পুলিশের ব্যারিকেডের সামনে চলে যান কয়েকজন মহিলা। তাঁরা ব্যারিকেডের অপর প্রান্তে থাকা পুলিশকর্মীদের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, 'আর জি করে এত নিরাপত্তা কোথায় ছিল? ওখানে অপরাধীদের আটকাতে পারেননি কেন? আপনাদের ঘরের মেয়ের সঙ্গে এরকম হলে কী করবেন?' কয়েকজন ব্যারিকেডের উপর উঠে পড়েন। তবে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেন নিহত চিকিৎসকের বাবা-মা
শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিহত চিকিৎসকের বাবা-মা নবান্ন অভিযানে যোগ দেন।
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য