মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শাসনকালে রাজ্য নারী নিরাপত্তার করুণ ছবি! দোষী সাব্যস্ত হওয়ার হার কমছে

Published : Oct 09, 2025, 06:57 PM ISTUpdated : Oct 09, 2025, 07:08 PM IST
woman crime .jpg

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৩ বছর শাসনকালে রাজ্যে নারী নির্যাতন বেড়েছে। পশ্চিমবঙ্গকে বর্তমানে 'ধর্ষণের রাজ্য' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৩ বছর শাসনকালে রাজ্যে নারী নির্যাতন বেড়েছে। পশ্চিমবঙ্গকে বর্তমানে 'ধর্ষণের রাজ্য' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ন্যাশানাল ক্রাইম রেকর্ডর ব্যুরো (NCRB) ২০২২ সালের রিপোর্ট অনুসারে এই রাজ্যে নারীদের বিরুদ্ধে ৩৪,৭৩৮টি ঘটনা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

এই সংখ্যার অর্থ হল প্রতি ১ লক্ষ জন মহিলার ওপর ৭১ .৮ জনের ওপর এর অপরাধ হয়েছে। ভারতে মোট ৩১,৫১৬টি ধর্ষণের ঘটনার মধ্য়ে এই রাজ্যেই ধর্ষণের ঘটনা ৩০০০ -এরও বেশি। যা বাঙালি মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। প্রায় একই ছবি ২০২৩ সালে। মহিলাদের ওপর অধারের ঘটনা ১৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে তথ্য অনুযায়ী এই রাজ্যে ৪০০০-এর বেশি মহিলার ওপর ধর্ষণ বা হামলার ঘটনা ঘটেছে।

২০২৫ সালের সেপ্টেম্বর পাঁশকুড়া হাসপাতালের ঘটনা মনে করিয়ে দিয়েছিল আরজি করের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডকে। বিশেষজ্ঞদের অনুমান রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা রিপোর্টের থেকে অনেকটাই বেশি। বিশেষজ্ঞদের মতে ২০২২ সালের তুলনায় এই ঘটনা প্রায় ২০ শতাংশ বেশি।

এনসিআরবির তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার করে পার পেয়ে যায় অপরাধীরা। এই রাজ্যে অপরাধের তুলনায় দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা খুবই কম। রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ১৭ শতাংশ। যা জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম। জাতীয় গড় ২৭শতাংশ। নারী নির্যাতনের সঙ্গে যুক্তরা তৃণমূলের যোগের কারণে অধিকাংশ সময়ই পার পেয়ে যায়।

RG Kar কাণ্ড

কলকাতার সঙ্গে গোটা দেশকে নড়িয়ে দিয়েছিল আরজি করের তরুণী ধর্ষণ ও খুনের ঘটনা। গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল প্রতিবাদ। আইন আদালতও হয়েছিল। রাতজাগোর মত কর্মসূচি শুরু হয়েছিল। আরজি কর হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হয়েছিল। কিন্তু প্রতিবাদীদের একাংশের ও নির্যাতিতার পরিবারের অভিযোগ মূল অভিযুক্তরা পার পেয়ে গেছে। সরকারের যোগসাজেশে তৃণমূল অপরাধীদের আড়াল করতে পেরেছে।

কসবা ল কলেজের ঘটনা

আরজি কর কাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই সামনে আসে কসবা ল কলেজের ঘটনা। সেখানে তৃণমূলের ছাত্র নেতার হাতে নির্যাতিত হয় কলেজেরই এক ছাত্রী। যদিও এই ঘটনায় দ্রুত গ্রেফতার করা হয় ছাত্রনেতাকে। ঘটনাটির বিচার চলছে। কিন্তু রাজ্যে যে মহিলারা নিরাপদ নয় তা আবারও প্রমাণ করে কসবার ঘটনা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য